২৭ জুলাই কোকরাঝাড়ের (Kokrajhar) সাই স্টেডিয়ামে বল গড়ালো ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025)। টানা তৃতীয় বছরের জন্য এই শহরে আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট। এদিন শহরের ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবের আবহ তৈরি হয় ম্যাচ শুরুর তিন ঘণ্টা আগেই। সেনাবাহিনীর মনোমুগ্ধকর প্রদর্শনী, স্থানীয় ও জাতীয় সাংস্কৃতিক পরিবেশনা পুরো স্টেডিয়ামে উৎসবের রঙ ছড়িয়ে দেয়। পাশাপাশি স্টেডিয়ামে উপস্থিত হয়ে সকলের নজর কাড়েন ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)।
ডুরান্ডে প্রথমবার অংশ নেওয়া ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফুটবল দল (ITBP FT) গ্রুপ ডি’র উদ্বোধনী ম্যাচে ২-১ গোলে পরাজিত করল কার্বি আংলংয়ের মর্নিং স্টার এফসিকে (Karbi Anglong Morning Star), যারা দশ জনের দলে পরিণত হয় ম্যাচের মাঝপথেই।
ম্যাচ শুরুর আগে উপস্থিত দর্শকদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বার্তা দেন ভারতীয় ফুটবলের আইকন সুনীল ছেত্রী। তিনি বলেন, “খেলাধুলার স্বপ্ন যদি দেখে থাকেন, সেটা কখনওই দূরের কিছু নয়। ক্রীড়া, বিশেষ করে ফুটবল, সমাজকে বদলাতে অসাধারণ ভূমিকা রাখতে পারে। আমি সবাইকে অনুরোধ করব, সুযোগ এবং সুযোগ্য পরিকাঠামোর সদ্ব্যবহার করুন।”
তিনি আরও বলেন, “বোদোল্যান্ডবাসীর উষ্ণতা ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। সবাইকে শুভেচ্ছা জানাই এবং আশা করি, এই অঞ্চলের তরুণরা ফুটবলের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে।” কারণ ডুরান্ড কাপ ২০২৫ সংস্করণে কোকরাঝাড় পরিণত হয়েছে উত্তর-পূর্ব ভারতের এক নতুন ক্রীড়াকেন্দ্রে।
Kokrajhar celebrates Durand Cup 2025 with Indian Football Team Captain Sunil Chhetri