ডায়মন্ড হারবার এফসি-তে যোগ দেওয়ার পর প্রথমবার মুখ খুললেন লুকা মাজসেন (Luka Majcen)। কেন বেছে নিলেন নতুন এই কলকাতা ক্লাবকে? তাঁর লক্ষ্য কী ডুরান্ড কাপ ২০২৫ এবং আই-লিগে? সোজাসাপ্টা জবাব দিলেন এই স্লোভেনিয়ান গোলমেশিন। নতুন চ্যালেঞ্জ, নতুন শহর, আর নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে কতটা প্রস্তুত তিনি? জানতে দেখুন এই এক্সক্লুসিভ ভিডিও।
Advertisements