কলকাতা ডার্বিতে (Kolkata Derby) হারের হতাশা থাকলেও, ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে গর্বিত মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ফল আমাদের পক্ষে না গেলেও ছেলেরা লড়েছে, খেলার মানে ছিল প্যাশন আর টিমওয়ার্ক।” মাঠে ফুটবলারদের প্রয়াস এবং মানসিকতা নিয়ে কী বললেন কোচ? দেখুন এই ভিডিওতে ডার্বির পর বাগান শিবিরের প্রতিক্রিয়া।
Advertisements