প্লাস্টিক নয়, এবার ব্যাগ হবে পরিবেশ বান্ধব!

বর্তমান যুগে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক দূষণ। তবে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে এক অভিনব উদ্ভাবন নিয়ে এলেন বাংলার গবেষক প্রীতম সরকার। ওড়িশার রাউরকেল্লার…

প্লাস্টিক নয়, এবার ব্যাগ হবে পরিবেশ বান্ধব!

বর্তমান যুগে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্লাস্টিক দূষণ। তবে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াইয়ে এক অভিনব উদ্ভাবন নিয়ে এলেন বাংলার গবেষক প্রীতম সরকার। ওড়িশার রাউরকেল্লার ন্যাশনাল ইন্সটিটিউট অব টেকনোলজিতে (NIT) গবেষণারত প্রীতম ও তাঁর দল এমন এক ব্যাগ তৈরি করেছেন, যা সম্পূর্ণরূপে পরিবেশ বান্ধব(Eco-friendly) ব্যবহার শেষে দুই মাসের মধ্যেই নিজে থেকেই গলে গিয়ে পরিবেশের সঙ্গে মিশে যেতে সক্ষম।

এই ব্যাগের মূল উপাদান কাঁঠাল, তেঁতুল এবং লিচুর বীজ। সাধারণত এই ফলগুলো খাওয়ার পর আমরা তাদের বীজ ফেলে দিই, অথচ সেগুলোর মধ্যেই লুকিয়ে ছিল পরিবেশরক্ষার সম্ভাবনা। বহুদিন আগে বাড়ির বড়রা বলতেন, এই বীজ মাটিতে পুঁতলে গাছ হয়, আর কাঁঠালের বীজ দিয়ে তো বাঙালি রান্নাতেও বহু পদ হয়। এবার সেই ফেলে দেওয়া বীজ থেকেই তৈরি হল পরিবেশবান্ধব ব্যাগ।

   

প্লাস্টিক নয়, এখন বীজের ব্যাগ

বর্তমানে বাজারে ব্যবহৃত প্লাস্টিক ব্যাগ তৈরি হয় এলডিপিই বা এইচডিপিই জাতীয় উপাদান দিয়ে, যা সম্পূর্ণরূপে মাটিতে মিশে যেতে প্রায় ৭০০ বছর সময় নেয়। সেক্ষেত্রে প্রীতম সরকারের তৈরি বায়োডিগ্রেডেবল ব্যাগ প্রকৃতির সঙ্গে এমনভাবে মিশে যায় যে, মাত্র ৬০ দিনের মধ্যেই সেটি নিজে থেকেই নষ্ট হয়ে যায়, কোনও বর্জ্য বা ক্ষতিকর দাগ না রেখে।

ফল ও খাবার থাকবে টাটকা

Advertisements

গবেষকরা জানাচ্ছেন, তেঁতুলের বীজ থেকে প্রাপ্ত পলিস্যাকারাইডের সঙ্গে স্টার্চ মিশিয়ে মূল উপাদানটি তৈরি করা হয়। এরপর এতে চিটোসান ও জিঙ্ক অক্সাইড যুক্ত করে ব্যাগটিকে আরও মজবুত ও টেকসই করা হয়। এই ব্যাগের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো—এটি খাদ্যবাহী হতে সক্ষম। এমনকি এর মধ্যে রাখা ফলমূল ১৫ দিন পর্যন্ত টাটকা থাকে, বলে দাবি করেছেন গবেষকরা।

পরিবেশ রক্ষায় নতুন দিশা

এই অভিনব উদ্ভাবনের মাধ্যমে প্রীতম সরকার এবং তাঁর গবেষণা-দল এক নতুন দিশা দেখালেন পরিবেশবান্ধব প্রযুক্তির ক্ষেত্রে। এমন এক সময়ে যখন সারা বিশ্ব প্লাস্টিক দূষণের ভয়াবহ পরিণতির মুখোমুখি, তখন বাংলার এক গবেষকের হাত ধরে উদ্ভাবিত এই প্রাকৃতিক ব্যাগ হয়তো আগামী দিনের পরিবেশ-সংকট মোকাবিলায় কার্যকর এক সমাধান হয়ে উঠতে পারে।