দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, সমুদ্রে নামা নিষেধ – পর্যটকদের জন্য সতর্কবার্তা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা, দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় (High Tide Alert in Digha) ফের একবার প্রকৃতির রুদ্র রূপ। শনিবার সকাল থেকেই দিঘার…

দিঘায় প্রবল জলোচ্ছ্বাস, সমুদ্রে নামা নিষেধ – পর্যটকদের জন্য সতর্কবার্তা প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা, দিঘা: পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘায় (High Tide Alert in Digha) ফের একবার প্রকৃতির রুদ্র রূপ। শনিবার সকাল থেকেই দিঘার সমুদ্রে শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। সেই কারণে বিপদের আশঙ্কা থেকে সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। মাইকিং করে সতর্ক করা হচ্ছে পর্যটকদের, যাতে কেউ ভুলবশত সমুদ্রে না নামে।

জানা গিয়েছে, সকাল থেকেই সমুদ্রের ঢেউ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি উত্তাল হয়ে উঠেছে। উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এবং দিঘা উপকূল থানার পক্ষ থেকে সকাল থেকেই পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তৈরি রাখা হয়েছে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। নজরদারিতে রয়েছেন ট্যুরিস্ট পুলিশ ও দিঘা থানার আধিকারিকরা।

   

দিঘা মোহনা এলাকা, ওল্ড দিঘা ও নিউ দিঘার সৈকত জুড়ে ট্যুরিস্টদের সমুদ্রে নামা থেকে বিরত রাখতে একাধিক মাইকিং চলছে। হোটেল মালিকদেরও অনুরোধ করা হয়েছে, যাতে তারা তাদের অতিথিদের সতর্ক করেন এবং সমুদ্রস্নানে না যেতে বলেন।

দিঘা উপকূল থানার এক আধিকারিক বলেন, “সমুদ্র এখন অত্যন্ত উত্তাল। পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর আমরা নজর রাখছি। প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে, শনিবার থেকেই দিঘায় শুরু হয়েছে পর্যটকদের ভিড়। সপ্তাহান্তের ছুটির সুযোগে নিউ দিঘা, ওল্ড দিঘা, শঙ্করপুর, মন্দারমণি-সহ আশেপাশের সৈকত এলাকাগুলিতে পর্যটকদের উপস্থিতি লক্ষ করা গিয়েছে। কিন্তু সমুদ্রস্নানে নিষেধাজ্ঞা থাকায় অনেকেই হতাশ। যদিও অধিকাংশ পর্যটকই প্রশাসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

কলকাতা থেকে দিঘা বেড়াতে আসা এক পর্যটক জানান, “সমুদ্রস্নান করতে না পারলেও আমরা জানি এটা আমাদের নিরাপত্তার জন্যই। প্রশাসন ঠিক কাজ করছে।’’

Advertisements

হোটেল ব্যবসায়ীরাও জানাচ্ছেন, কিছুটা ক্ষতি হলেও এই সিদ্ধান্তকে সমর্থন করছেন তাঁরা। নিউ দিঘার এক হোটেল মালিক বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় সতর্কতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ। পর্যটকদের নিরাপত্তা আমাদেরও প্রাধান্য।”

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে। সঙ্গে ঘূর্ণিঝড় বা নিম্নচাপের পূর্বাভাস না থাকলেও আগামী ২৪ ঘণ্টা সমুদ্রচত্বরে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বর্তমানে দিঘা সহ উপকূলবর্তী অঞ্চলগুলিতে লাল পতাকা উত্তোলন করা হয়েছে। সমুদ্রে নামা তো বটেই, সৈকতের অনেকটা কাছেও পর্যটকদের যেতে নিষেধ করা হচ্ছে।

দিঘার মতো সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে প্রকৃতির আচরণ মুহূর্তে বদলে যেতে পারে। তাই পর্যটকদের উদ্দেশে বার্তা – নিরাপত্তাকে অগ্রাধিকার দিন। প্রশাসনের নির্দেশ মেনে চলুন এবং প্রাকৃতিক বিপর্যয় রোধে সচেতন থাকুন।