নতুন মরসুমের জন্য বহু আগে থেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছিল প্রত্যেকটি ফুটবল ক্লাব। তারপর গ্ৰীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই যথেষ্ট সক্রিয়তা দেখাতে শুরু করেছে আইএসএলের পাশাপাশি আইলিগের দল গুলি। দেশীয় ফুটবলারদের পাশাপাশি একাধিক হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে ক্লাব গুলির। নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলোয়াড়দের চূড়ান্ত করতে মরিয়া প্রত্যেকে। কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব ইতিমধ্যেই দল গঠন করে নিলেও দল বদলের বাজারে যথেষ্ট সক্রিয় রয়েছে অন্যান্য দল গুলি। সেক্ষেত্রে গত কয়েক মাস ধরেই বারংবার উঠে আসতে শুরু করেছিল শক্তিশালী মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) নাম।
শুধুমাত্র নয়া ফুটবলার চূড়ান্ত করাই নয় দলের বেশকিছু ফুটবলারদের বদল করার পাশাপাশি কয়েকজনের সঙ্গে চুক্তি বাড়ানোর ও পরিকল্পনা ছিল সিটি ম্যানেজমেন্টের। সেটাই হয়েছে পরবর্তীতে। বিশেষ করে গত মরসুম শেষ হওয়ার পর থেকেই একের পর এক ফুটবলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছিল দেশের বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। এক্ষেত্রে শুধুমাত্র বিদেশি ফুটবলার নয়। সমান ভাবেই দল থেকে বাদ পড়তে শুরু করেছিলেন একাধিক দেশীয় ফুটবলার। স্বাভাবিকভাবেই নয়া মরসুমে কিরঘিজ কোচ পেট্র ক্র্যাটকির তত্ত্বাবধানে এবার যে নতুন করে সেজে উঠতে চলেছে রনবীর কাপুরের ফুটবল ক্লাব সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল সকলের কাছেই।
সেইমতো গত কয়েকদিনে তাঁদের নজরে থাকা একাধিক ফুটবলারদের সঙ্গে কথাবার্তা এগিয়ে নিতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। এছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকজন খেলোয়াড়দের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল আইএসএল জয়ী এই দল। যাদের মধ্যে ছিলেন হোসে লুইস এস্পিনোসা অ্যারোইও (José Luis Espinosa Arroyo)। ওরফে তিরি। গত সিজনে দলের হয়ে খেলেছিলেন ২১ টি ম্যাচ যার মধ্যে একটি গোল ও ছিল এই সেন্টার ব্যাকের। পুরনো চুক্তি অনুযায়ী চলতি বছরের মে মাসে তাঁর সঙ্গে মুম্বাইয়ের চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও আরও একটি সিজন তাঁকে রাখার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।
এবারের ডুরান্ড কাপে দল অংশগ্রহণ না করলেও পরবর্তীতে দেশের প্রথম ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইএসএলে ভালো পারফরম্যান্স করতে মরিয়া মুম্বাই সিটি এফসি। আসন্ন নয়া আইএসএল মরসুমে ও নিজের সেরাটা দিতে চান এই স্প্যানিশ সেন্টার ব্যাক। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে দলের জার্সিতে ফুটবল নিয়ে প্র্যাকটিস করার একটি ভিডিও শেয়ার করেন বছর চৌত্রিশের এই তারকা। একটা সময় এটিকে মোহনবাগান এবং মোহনবাগান সুপার জায়ান্ট দলের হয়ে খেললেও গত ২০২৩-২০২৪ মরসুমে কলকাতা ময়দানের এই প্রধান ছেড়ে যোগদান করেন দেশের বানিজ্য নগরীর এই ক্লাবে। তারপর থেকে দলের অন্যতম ভরসাযোগ্য ডিফেন্ডার হিসেবে বিবেচিত হয়ে আসছেন তিরি।