IIT খড়গপুরে গত সাত মাসে পাঁচ পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। একাধিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এবার স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করল দেশের শীর্ষ আদালত(Supreme Court)। মঙ্গলবার বিচারপতি জে বি পারদিওয়ালার নেতৃত্বাধীন বেঞ্চ এ বিষয়ে কড়া বার্তা দিয়ে বর্ষীয়ান আইনজীবী অপর্ণা ভাটকে আদালতবন্ধু হিসেবে নিযুক্ত করেছে।
এদিন শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে আদালত জানতে চেয়েছে- ‘কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে যদি অস্বাভাবিক মৃত্যু ঘটে, তারা কি সঙ্গে সঙ্গে পুলিশকে জানায় বা FIR দায়ের করে?’ উল্লেখ্য, গত মার্চ মাসে শিক্ষা প্রতিষ্ঠানে অস্বাভাবিক মৃত্যু হলে বাধ্যতামূলকভাবে FIR দায়ের করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু আদালত পর্যবেক্ষণ করে জানায়, বেশিরভাগ প্রতিষ্ঠান এখনও সেই নির্দেশ মানছে না। নির্দেশ উপেক্ষা করলে আদালত অবমাননার প্রক্রিয়া শুরু হতে পারে, বলে কড়া সতর্কতা দিয়েছে বেঞ্চ। আদালতবন্ধুর দায়িত্ব হবে এই নির্দেশ কতটা কার্যকর হয়েছে, তা যাচাই করে রিপোর্ট পেশ করা।
সম্প্রতি খড়গপুরে ৫ টি মৃত্যুর ঘটনা ঘটেছে। আর সেগুলির বেশিরভাগই উদ্ধার করা হয়েছে ঝুলন্ত অবস্থায়। প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে। তবে, পরপর এই ধরনের ঘটনা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য সহায়তার পরিকাঠামো নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।
বিশেষজ্ঞদের মতে, রেসিডেন্সিয়াল হলগুলিতে কাউন্সেলিং, হেল্পলাইন ও পর্যাপ্ত নজরদারি জরুরি।
সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপের ফলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রমৃত্যুর তদন্তে নতুন মাত্রা যোগ হতে পারে। আদালতের নির্দেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে FIR দায়ের বাধ্যতামূলক— ভবিষ্যতে এই নির্দেশ কতটা কার্যকর হয়, সে দিকেই এখন নজর রেখেছে গোটা শিক্ষা মহল।