দীর্ঘ আট বছর RCB-তে বিরাটের নেতৃত্বে খেলেছেন তিনি। তার আগে ২০১৩ সালে রোহিতের নেতৃত্বে মুম্বইয়ের হয়ে মাত্র একটা ম্যাচ খেলেছিলেন। IPL-এ ১১৪টা ম্যাচের মধ্যে ১১৩টা ম্যাচই তিনি খেলেছেন RCB-র হয়ে। ফলে পেশাদার সম্পর্কের পাশাপাশি আবেগ জড়িয়ে আছে তাঁর। কিন্তু মেগা নিলামের আগে তাঁর পুরনো ফ্র্যাঞ্চাইজি যেটা করেছে তা নিয়ে মোটেই খুশি নন চাহাল (Yuzvendra Chahal)।
একটি সাক্ষাৎকারে তিনি জানান, RCB-র পক্ষ থেকে তাঁর সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। তাঁকে RCB ও বিরাটের নেতৃত্বে খেলার নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমার সঙ্গে RCB-র একটা নিবিড় সম্পর্ক আছে। বিশেষ করে ভক্তদের সঙ্গে। আমি সেই দলের হয়ে অনেক ম্যাচ খেলেছি। আমি মানসিক দিক থেকে জড়িত। আমি কখনই ভাবিনি অন্য দলের হয়ে খেলব। সোশ্যাল মিডিয়ায় সমর্থকরা এখনও আমাকে জিজ্ঞাসা করে কেন আমি এত টাকা চাইলাম। সত্যিটা হচ্ছে মাইক হেসন (RCB-র ডিরেক্টর) আমাকে ফোন করেন এবং বলেন, দেখো যুজি, এখানে তিনজনকে রাখা হচ্ছে (বিরাট, ম্যাক্সওয়েল এবং সিরাজ)। ওরা আমাকে জিজ্ঞাসা করেনি আমি থাকতে চাই কি না বা ওরা কী চায়। আমাকে নিলামে পাঠিয়ে দিল। আমার সঙ্গে টাকা নিয়ে কোনও আলোচনা করেনি। কিন্তু আমি বেঙ্গালুরু সমর্থকদের জন্য লয়্যাল থাকব। আমি ওদের খুব ভালোবাসি সে যাই হয়ে যাক। তবে RCB চাইলে তিনি থেকে যেতেন বলে জানিয়েছেন।