শেষ আইলিগ মরসুমটা খুব একটা ইতিবাচক ছিল না গোকুলাম কেরালা এফসির (Gokulam Kerala FC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বাইশ ম্যাচ খেলে সাঁইত্রিশ পয়েন্ট নিয়ে লিগে টেবিলের চতুর্থ স্থানেই শেষ করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেটা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে সেই সব এখন অতীত। আসন্ন নয়া ফুটবল সিজনে ঘুরে দাঁড়িয়ে সাফল্য পাওয়াই এখন অন্যতম লক্ষ্য কেরালার এই ফুটবল ক্লাবের। তাই সবদিক মাথায় রেখেই এবার একাধিক হাইপ্রোফাইল ফুটবলারদের দলে টানার পরিকল্পনা ছিল ম্যানেজমেন্টের।
সেজন্য অনেক আগে থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইলিগ জয়ী এই দল। এক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় প্রতিভার দিকেও নজর ছিল তাঁদের। বিগত কয়েক সপ্তাহ ধরেই সেইমতো একাধিক ফুটবলারদের দলে টানে দক্ষিণের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যার মধ্যে ব্যাপকভাবে উঠে এসেছিল পাঞ্জাবের দাপুটে ডিফেন্ডার হরপ্রীত সিংয়ের নাম। গত মরসুমে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের ক্লাব নামধারী এফসির হয়ে খেললে ও এবার নতুন সিজনের জন্য তাঁকে দলে টেনেছে গোকুলাম।
তাঁর সঙ্গে সেই দলের আরও দুইটি সিজনের চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে এই ফুটবলারকে দলে টেনে নেয় গোকুলাম শিবির। কিন্তু সেখানেই শেষ নয়। সময়ের সাথে সাথেই ক্রমশ দীর্ঘ হচ্ছে নয়া ফুটবলারদের তালিকা। এবার লালরামদিনসাঙ্গা রালটেকে দলে টেনে নিল আইলিগের এই দল। উল্লেখ্য, শেষ আইলিগে রিয়াল কাশ্মীর দলের সঙ্গে যুক্ত ছিলেন বছর তেইশের এই মিডফিল্ডার। দলের হয়ে খেলেছিলেন প্রায় বাইশটি ম্যাচ। যার মধ্যে ১টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট ও ছিল এই তরুণ প্রতিভার। সবদিক নজরে রেখেই এবার তাঁকে দলে সই করিয়েছে আইলিগের এই শক্তিশালী দল।
কিন্তু শুধুমাত্র একটি সিজন নয়। আগামী ২০২৭ সালের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি সেরেছে গোকুলাম। এই দীর্ঘমেয়াদী চুক্তিতে নিজেকে প্রমাণ করাই এখন অন্যতম লক্ষ্য এই মিজো ফুটবলারের।