টানা পাঁচদিন দুর্যোগের পূর্বাভাস! একুশের পরই ফের নিম্নচাপের ছোবল দক্ষিণবঙ্গে

কলকাতা: এবারের একুশে জুলাই ছিল ব্যতিক্রম। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই দিনে কলকাতায় একফোঁটাও বৃষ্টি হয়নি৷ সে কথা নিজের ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২১ জুলাই…

Kolkata rain alert

কলকাতা: এবারের একুশে জুলাই ছিল ব্যতিক্রম। রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ এই দিনে কলকাতায় একফোঁটাও বৃষ্টি হয়নি৷ সে কথা নিজের ভাষণে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ২১ জুলাই রাজনৈতিক উত্তাপ চরমে উঠলেও, প্রকৃতি ছিল নির্বিকার। কিন্তু, এই স্বস্তির দিন বেশি দিন টিকছে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, একুশের পরপরই দক্ষিণবঙ্গের আকাশে জমছে ঘনীভূত মেঘ। বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, যার সরাসরি প্রভাব পড়তে চলেছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে (Kolkata rain alert)। বুধবার থেকে শুরু হয়ে অন্তত পাঁচদিন ধরে চলবে একটানা ঝড়বৃষ্টি।

কোথায় কতটা বৃষ্টি, কতটা সতর্কতা?

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অর্থাৎ ২৪ জুলাই নাগাদ উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ অঞ্চল। তার সঙ্গে সক্রিয় মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যেই বিস্তৃত জম্মু থেকে দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। এই প্রভাবেই নতুন করে দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। বুধবার থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস।

   

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি। এসব জেলায় জারি হল হলুদ সতর্কতা।

সপ্তাহজুড়ে জেলা-ভিত্তিক পূর্বাভাস

বুধবার (২৪ জুলাই): দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। সব জেলাতেই হলুদ সতর্কতা।

বৃহস্পতিবার (২৫ জুলাই): ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় – কমলা সতর্কতা। অন্যান্য জেলায় হলুদ সতর্কতা।

শুক্রবার (২৬ জুলাই): ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা। হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে হলুদ সতর্কতা।

শনিবার (২৭ জুলাই): হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও ঝড়বৃষ্টি।

Advertisements

রবিবার (২৮ জুলাই): ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সতর্কতা। অন্যান্য জেলাতেও বজায় থাকবে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।

উত্তরবঙ্গে কী পরিস্থিতি?

উত্তরবঙ্গের আট জেলাতেই রবিবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সাগরে বিপদ, মৎস্যজীবীদের সতর্কবার্তা

আলিপুর আবহাওয়া দফতরের বার্তা অনুযায়ী, ২৪ জুলাই নিম্নচাপ তৈরি হওয়ার ফলে সাগর উত্তাল থাকবে। ঘণ্টায় ৫৫ কিমি গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই মৎস্যজীবীদের বুধবার থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতার আপডেট

আজ, মঙ্গলবার শহরে বৃষ্টির দাপট কম থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে টানা চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

বর্ষার মরসুমে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার যৌথ প্রভাবে ফের বিপর্যস্ত হতে পারে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জনজীবন। আবহাওয়া দফতরের সতর্কতা মেনে চলা এবং প্রয়োজন হলে ঘরেই থাকার পরামর্শ দিয়েছেন প্রশাসনিক মহল।