মিগুয়েলের প্রসঙ্গে কী বললেন বসুন্ধরা কিংসের এই ডিফেন্ডার?

গত কয়েক মরসুমে বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) হয়ে অনবদ্য ফুটবল খেলে আসছিলেন মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira)। যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সব…

Miguel Figueira Move to East Bengal

গত কয়েক মরসুমে বসুন্ধরা কিংসের (Bashundhara Kings) হয়ে অনবদ্য ফুটবল খেলে আসছিলেন মিগুয়েল ফিগুয়েরা (Miguel Figueira)। যখনই সুযোগ পেয়েছেন নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছিলেন সব সময়। যারফলে তাঁর উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে। তবে এবার অনেকটাই বদলেছে পরিস্থিতি। গত সিজনের মাঝামাঝি সময় ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাবের দায়িত্বে আসেন অস্কার‌ ব্রুজন। পূর্বে এই স্প্যানিশ কোচের তত্ত্বাবধানে একাধিক ফুটবল ট্রফি জিতেছিল বসুন্ধরা কিংস‌। এমনকি এএফসির মঞ্চে ও যথেষ্ট সক্রিয়তা ছিল বাংলাদেশের এই ফুটবল ক্লাবের।

Also Read | মেহতাব সিংয়ের সঙ্গে চুক্তি কোন পথে? জানুন

   

সবদিক নজরে রেখেই তাঁর হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল লাল-হলুদ ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, এই কোচের হাত ধরেই ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল মশাল ব্রিগেড। এএফসি চ্যালেঞ্জ লিগের গ্ৰুপ পর্বের পাশাপাশি আইএসএলে টপ সিক্সের দাবিদার হয়ে উঠেছিল ইস্টবেঙ্গল। তবে চোট আঘাতের পাশাপাশি নানাবিধ সমস্যার দরুন দল চলে গিয়েছিল ব্যাকফুটে। যারফলে শেষ পর্যন্ত খালি হাতেই সিজন শেষ করেছিল মশাল ব্রিগেড। সেই ধাক্কা কাটিয়ে এই নয়া মরসুমে সাফল্য পাওয়ার চ্যালেঞ্জ। তাই এবার দেশীয় ব্রিগেডের পাশাপাশি বিদেশি ব্রিগেডে ও একাধিক পরিবর্তন এনেছে লেসলি ক্লডিয়াস সরণির এই দল।

Brazilian Midfielder Miguel Figueira Set to Join East Bengal FC
Brazilian Midfielder Miguel Figueira Set to Join East Bengal FC

Also Read | জামশেদপুর এফসির এই সেন্টার ব্যাককে দলে টেনে নিল ডায়মন্ড হারবার

Advertisements

সেইমতো এবার দলের সঙ্গে যুক্ত করা হয়েছে ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফিগুয়েরাকে। রবিবার রাতেই শহরে এসে গিয়েছেন তিনি। সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। ভারতের এই শক্তিশালী ফুটবল ক্লাবের হয়ে এবার নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ। এক্ষেত্রে মিগুয়েলকে নিয়ে যথেষ্ট আশাবাদী তাঁর প্রাক্তন সতীর্থ মহম্মদ সাদ উদ্দিন। গত সিজন পর্যন্ত বসুন্ধরা কিংসের জার্সিতেই খেলেছিলেন বাংলাদেশের জাতীয় দলের এই ফুটবলার। তিনি বলেন, ” মিগুয়েল যদি ঠিকমতো খেলতে পারে তাহলে ইস্টবেঙ্গল এবার দুঃসময় কাটিয়ে উঠতে পারবে। যেকোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারে মিগুয়েল। বসুন্ধরার হয়ে খেলার সময়ে এমন একেকটা পাস বাড়াত যে গোল না করাটাই ছিল লজ্জার ব্যাপার। ইস্টবেঙ্গলেও একই কাজ করবে বলে মনে করি। ভাল মানের স্ট্রাইকার থাকলে মিগুয়েলের পাস থেকে গোল হবেই। আর মিগুয়েল নিজের ফর্মে খেললে ইস্টবেঙ্গল ভাল ফলাফল করবে।”

আরও বলেন, “আমরা ওকে বাংলা শিখিয়েছি। ছোট ছোট বাক্য বলতে পারে। কেমন আছো, কী করো এগুলো শিখে গিয়েছে। অল্প অল্প বাংলা বুঝতেও পারে। তাছাড়া অস্কার ব্রুজোঁ রয়েছেন। উনি মিগুয়েলকে খুব ভালো চেলেন। অস্কার দক্ষ কোচ। সে ঠিক সামলে নেবে। মিগুয়েলকে খেলতে দিন। ও অনেক বড় মাপের ফুটবলার। আপনাদের ওর খেলা ভাল লাগবে।”