কলিঙ্গ সুপার কাপ জয়ের মধ্য দিয়েই গত সিজন শেষ করেছিল এফসি গোয়া। টুর্নামেন্টের ফাইনালে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল জামশেদপুর এফসিকে। তবে শুরুটা খুব একটা ভালো ছিল না তাঁদের জন্য। আইএসএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। তারপর কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়ে ছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা।
অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল ইস্টবেঙ্গল দলকে। যা আত্মবিশ্বাস বাড়িয়েছিল সকলের। তারপর আর পিছনে তাকাতে হয়নি। যারফলে একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠে এসেছিল ইকের গ্যারেক্সোনারা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই। যারফলে তাঁদের টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত হাত থেকে ফস্কে যায় লিগ শিল্ড। সেই সমস্ত হতাশা ভুলে প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল এফসি গোয়া।
কিন্তু সেখানে ও মিলেছিল হতাশা। আটকে যেতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে। সেই হতাশা কাটিয়ে সুপার কাপের ফাইনালে উঠেছিল এফসি গোয়া। সেখানেই আসে চূড়ান্ত সাফল্য। সেই সুবাদে এই সিজনে এএফসির টুর্নামেন্টে অংশ নেবে এফসি গোয়া। তাই অনেক আগে থেকেই ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছিল রনি উইলসনের (Ronney Wilson) নাম। গত সিজনে আইলিগের ক্লাব শিলং লাজং এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই সেন্টার ব্যাক। আইলিগের সেই দলের হয়ে তিনটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট ও ছিল এই ফুটবলারের।
অর্থাৎ রক্ষণভাগ সামাল দেওয়ার পাশাপাশি গোল তুলে আনতে ও যথেষ্ট সক্রিয়তা দেখাতে পারেন তিনি। সবদিক মাথায় রেখেই তাঁকে দলে টানল আইএসএলের এই ফুটবল দল। ঘন্টাখানেক আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে তাঁর যোগদানের কথা জানিয়ে দেয় দেশের এই শক্তিশালী ফুটবল ক্লাব।