Monsoon Session: সোমবার, ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ২১ আগস্ট পর্যন্ত। সূত্রের খবর, বিরোধীদের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনার বিষয়টি মেনে নিয়েছে।
জানা গিয়েছে, বিহারে আসন্ন নির্বাচনের আগে নির্বাচন কমিশনের পরিচালিত ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে বিতর্কের অনুমোদন এখনও সরকার দেয়নি।
শনিবার, বর্ষাকালীন অধিবেশনকে সামনে রেখে ২৪ জন বিরোধী সংসদ সদস্য একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নেন। সেখানে আটটি মূল ইস্যু নিয়ে আলোচনার সিদ্ধান্ত হয়— যার মধ্যে রয়েছে কাশ্মীরের পহেলগাঁও-এ সাম্প্রতিক সন্ত্রাসী হামলা, অপারেশন সিঁদুর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণা, ভারতের পররাষ্ট্রনীতি এবং বিহারে ভোটার তালিকা সংশোধন।
এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, দলীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, কে সি ভেনুগোপাল, জয়রাম রমেশ, সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক ব্যানার্জি, শিবসেনা (ইউবিটি)-এর উদ্ধব ঠাকরে এবং সঞ্জয় রাউত, এনসিপি(এসপি)-এর শরদ পাওয়ার এবং জয়ন্ত পাতিল, ন্যাশনাল কনফারেন্সের ওমর আবদুল্লাহ, জেএমএম-এর হেমন্ত সোরেন, আরজেডি-র তেজস্বী যাদব এবং ডিএমকে-র তিরুচি এন শিবা। এছাড়াও উপস্থিত ছিলেন কেরালা কংগ্রেস (এম) সাংসদ জোসে কে মানি, আরএসপি-র এন কে প্রেমচন্দ্রন, বিদুথলাই চিরুথাইগাল কাচ্চির তিরুমাভালাভান এবং আইইউএমএল-এর কে এম কাদের মোহিদিন।
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁও-এ ঘটে গিয়েছে ভয়াবহ জঙ্গি হামলা। সেই হামলায় নিহত হয়েছেন ২৫ জন পর্যটক। এই ঘটনার পর এটিই প্রথম অধিবেশন। এর পরই ভারতীয় সেনাবাহিনী ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে পাকিস্তানঘেঁষা সন্ত্রাসবাদী ঘাঁটিতে পাল্টা আঘাত হানে।