ISL : দলবদলের বাজারে চূড়ান্ত হল উরুগুয়ের জাতীয় দলে খেলা ফুটবলার

দলবদলের বাজারে বড় খবর। আগামী মরশুমেও ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলবেন উরুগুয়ের জাতীয় দলে খেলা ফুটবলার। দীর্ঘায়িত হয়েছে তাঁর চুক্তি। কেরল ব্লাস্টার্স দলের অন্যতম নির্ভরযোগ্য…

ISL

দলবদলের বাজারে বড় খবর। আগামী মরশুমেও ইন্ডিয়ান সুপার লিগে (ISL) খেলবেন উরুগুয়ের জাতীয় দলে খেলা ফুটবলার। দীর্ঘায়িত হয়েছে তাঁর চুক্তি।

কেরল ব্লাস্টার্স দলের অন্যতম নির্ভরযোগ্য ফুটবলার আদ্রিয়ান লুনা (Adrian Luna)। ভারতীয় ফুটবল আঙিনায় পা রেখেই নিজের জাত চিনিয়েছেন। ফুটবল মহলে সমাদর পেয়েছে তাঁর খেলা। জানা গিয়েছে উরুগুয়ের এই আক্রমণাত্মক ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়িয়েছে দক্ষিণ ভারতের এই ফ্র্যাঞ্চাইজি দলটি।

   

কেরলের হয়ে ২৩ ম্যাচে অংশ নিয়েছিলেন লুনা। ছয়টি গোল করার পাশাপাশি সাতটি গোলের ক্ষেত্রে রয়েছে তাঁর সরাসরি অবদান। দলের প্রয়োজনে রক্ষণভাগে নেমে আসতে দ্বিধা করেন না লুনা। ভারতীয় ফুটবলের কিংবদন্তি আই এম বিজয়ন বিভোর হয়েছিলেন লুনার খেলায়।

Advertisements

উরুগুয়ের জাতীয় দলের বয়স ভিত্তিক বিভিন্ন দলে খেলেছেন আদ্রিয়ান লুনা। উরুগুয়ের অনূর্ধ্ব ১৭ দলে খেলেছিলেন পাঁচটি ম্যাচ। একটি গোল রয়েছে। এরপর অনূর্ধ্ব ২০ দলের হয়ে ১৪ টি ম্যাচে অংশ নিয়েছিলেন। করেছিলেন সাতটি গোল।