কলকাতা: দুর্গাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘জয় মা কালী, জয় মা দুর্গা’ বলাকে কড়া ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর তোপ, “বাঙালি ভোট টানার জন্য এখন মা কালীকে ডাকছেন প্রধানমন্ত্রী? অনেক দেরি হয়ে গিয়েছে। মা কালী ধোকলা খান না, কোনও দিনও খাবেন না।”
প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাটের প্রসিদ্ধ খাদ্য ‘ধোকলা’র উল্লেখ করে মহুয়া ফের বিজেপির বিরুদ্ধে আঘাত হানেন খাদ্যসংস্কৃতির নামে ‘বাঙালিদের উপর সংস্কার চাপিয়ে দেওয়ার চেষ্টা’র অভিযোগে (Mahua Moitra jabs PM Modi)।
শুরু রাজনৈতিক তর্জা
শুক্রবার দুর্গাপুরের সভায় বাংলায় বক্তৃতা শুরু করে মোদী বলেন, “জয় মা কালী, জয় মা দুর্গা”। সাধারণত সভায় তাঁর মুখে শোনা যায় “জয় শ্রী রাম” স্লোগান। তাই আচমকা এই মায়ের নাম নেওয়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।
মহুয়া মৈত্র অবশ্য একে দেখছেন ‘বাঙালি ভোটের মরিয়া টান’ হিসেবে। মনে করিয়ে দিয়েছেন, মা কালীর নামে বলি এবং মাংসের ভোগ বহু কালীমন্দিরে ঐতিহ্যগত প্রথা। অথচ, ২০২২ সালে এই কালী-ভাবনার প্রেক্ষিতে এক সভায় কালীকে ‘মাংস ও মদ গ্রহণকারী দেবী’ বলে বর্ণনা করে বিতর্কে জড়িয়েছিলেন খোদ মহুয়াই। তাঁর বিরুদ্ধে FIR-ও দায়ের হয়েছিল।
বিজেপিকে নিশানা করেন মহুয়া
তবে সে বিতর্ক থেমে থাকেনি। এ বছরের গোড়াতেই দিল্লির চিত্তরঞ্জন পার্কে এক মাছবাজারের দোকানদারদের হুমকির ভিডিও ভাইরাল হলে ফের বিজেপিকে নিশানা করেন মহুয়া। অভিযোগ তোলেন, “চিত্তরঞ্জন পার্ক বাঙালিদের এলাকা। আমরা মাছ খাই, গর্বের সঙ্গে খাই। বিজেপি কি এবার আমাদের বলবে কোথায় দোকান বসাতে হবে, কী খাব, কেমন করে খাব?”
তিনি আরও বলেন, “তবে কি বিজেপির নিয়ম অনুযায়ী, দিনে তিন বার ‘জয় শ্রী রাম’ বলে ধোকলা খেতে হবে?” তৃণমূলের এই ফায়ারব্র্যান্ড সাংসদের টার্গেট সরাসরি প্রধানমন্ত্রী এবং বিজেপির নীতি। যদিও বিজেপির দাবি, মহুয়ার বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ এবং ধর্মকে হেয় করার সামিল।
‘সাংস্কৃতিক সংযোগ’-এর চেষ্টা
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভা ভোটের আগে বাংলায় ‘সাংস্কৃতিক সংযোগ’-এর চেষ্টায় নেমেছে বিজেপি। কিন্তু মহুয়ার মতো নেতৃত্বরা সেই প্রচেষ্টাকে ব্যঙ্গ ও প্রতিবাদের মাধ্যমে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন।
এক কথায়: প্রধানমন্ত্রী ‘জয় মা কালী’ বললেন, আর মহুয়া মনে করিয়ে দিলেন, কালী ধোকলা খান না। ২০২৪-এর ভোটের আগে বঙ্গ রাজনীতিতে এই সাংস্কৃতিক লড়াই এবার আরও তীব্র হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।