WhatsApp তার ব্যবহারকারীদের জন্য আনছে এক অত্যন্ত কার্যকরী ও সময় বাঁচানো ফিচার— Quick Recap। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা একাধিক চ্যাট থেকে আনরিড মেসেজের সংক্ষিপ্তসার বা রিক্যাপ খুব সহজেই পেতে পারবেন। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.19.14 ভার্সনে AI-নির্ভর প্রাইভেট মেসেজ সামারি ফিচার রোলআউট শুরু করেছিল, যা একটি মাত্র চ্যাটের আনরিড মেসেজগুলোর সারাংশ দেখাত। এবার সংস্থা এই একই ফিচারে আরও উন্নত পরিবর্তন আনতে চলেছে, যাতে একসাথে একাধিক চ্যাটের মেসেজ সামারি পাওয়া যাবে।
WABetaInfo ফাঁস করল নতুন ফিচারের স্ক্রিনশট
WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ-এর এই নতুন ফিচারটি দেখা গেছে বিটা ফর অ্যান্ড্রয়েড 2.25.21.12 ভার্সনে। এখানে “Quick Recap” নামে একটি নতুন অপশন দেখা গেছে, যা ব্যবহারকারীদের একাধিক চ্যাট সিলেক্ট করে সেগুলোর সংক্ষিপ্তসার তৈরি করার সুযোগ দিচ্ছে। এর মাধ্যমে ব্যবহারকারী ফোন অন না থাকলে, বা সিগন্যাল সমস্যার কারণে জমে থাকা মেসেজগুলো দ্রুত পড়ে নিতে পারবেন।
দেশের প্রথম মোবাইল কল কলকাতা থেকেই, জানেন কি কাদের মধ্যে হয়েছিল কথা?
এই নতুন ফিচারে ব্যবহারকারীরা একসাথে সর্বাধিক পাঁচটি চ্যাট নির্বাচন করতে পারবেন এবং নতুন Quick Recap আইকনে ট্যাপ করে সব নির্বাচিত চ্যাটের আনরিড মেসেজের সারাংশ দেখতে পাবেন। এই সারাংশ প্রাইভেট প্রসেসিং পদ্ধতির মাধ্যমে তৈরি হবে, যার মানে WhatsApp নিজেও মেসেজ পড়তে পারবে না। ফিচারটি সম্পূর্ণরূপে প্রাইভেসি-ফ্রেন্ডলি, ব্যবহারকারীর অনুমতি ছাড়া মেসেজের কোনো তথ্য অন্য কেউ দেখতে পারবে না।
ব্যবহারকারী চাইলে চালু করতে পারবেন WhatsApp-র এই ফিচার
Quick Recap ফিচারটি সম্পূর্ণ অপশনাল, অর্থাৎ ডিফল্ট হিসেবে এটি বন্ধ থাকবে। ব্যবহারকারী চাইলে এটি চালু করে উপভোগ করতে পারবেন। ফিচারটি এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং হোয়াটসঅ্যাপ এটি প্রাথমিকভাবে বিটা টেস্টারদের জন্য এনেছে। সফল বিটা টেস্টিংয়ের পর, এই ফিচারটি সকলের জন্য স্টেবল ভার্সনে রোলআউট করা হবে।
📝 WhatsApp beta for Android 2.25.21.12: what’s new?
WhatsApp is working on an optional feature powered by Private Processing to generate quick chat recaps, and it will be available in a future update!https://t.co/cRwwoYQURb pic.twitter.com/eVQ9L3Kw0X
— WABetaInfo (@WABetaInfo) July 18, 2025
WhatsApp-এর এই নতুন Quick Recap ফিচার মূলত ব্যস্ত ব্যবহারকারীদের জন্য এক বিশাল সুবিধা হতে চলেছে। একাধিক চ্যাটে জমে থাকা অগণিত মেসেজ একটার পর একটা পড়ার সময় এখন আর লাগবে না। কয়েক সেকেন্ডেই প্রয়োজনীয় তথ্য বুঝে ফেলা যাবে। এটি সংস্থার আরেকটি বড় পদক্ষেপ হতে চলেছে, যাতে প্রাইভেসি বজায় রেখেও ইউজার এক আধুনিক ও এআই-চালিত অভিজ্ঞতা পান।