গরিবের জমি কেড়ে চাকরি’, লালুকে নিশানা, কড়া আক্রমণ মোদীর

পাটনা: ভোটের মুখে ফের বিহারে প্রধানমন্ত্রীর চাঁচাছোলা আক্রমণ। এবার সরাসরি আরজেডি এবং লালু প্রসাদ যাদবকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মতিহারিতে এক জনসভা (PM…

গরিবের জমি কেড়ে চাকরি’, লালুকে নিশানা, কড়া আক্রমণ মোদীর

পাটনা: ভোটের মুখে ফের বিহারে প্রধানমন্ত্রীর চাঁচাছোলা আক্রমণ। এবার সরাসরি আরজেডি এবং লালু প্রসাদ যাদবকে কাঠগড়ায় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মতিহারিতে এক জনসভা (PM Modi Bihar Rally) থেকে আরজেডিকে আক্রমণ করে তিনি বলেন, “চাকরি দেওয়ার আগে গরিবদের জমি কেড়ে নিয়েছিল আরজেডি।”

প্রসঙ্গত, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর দায়ের করা ‘জমির বিনিময়ে চাকরি’ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে লালু প্রসাদ যাদব ও তাঁর পরিবারের সদস্যদের। সেই মামলার প্রসঙ্গ টেনেই মোদীর তোপ— “আরজেডি যুবকদের চাকরি দেওয়ার কথা ভাবতেই পারে না। তারা গরিবদের জমি দখল করে চাকরি দিয়েছে।”

   

উন্নয়নের স্বপ্ন ও নতুন স্লোগান

এটি ছিল চলতি বছরে মোদীর ষষ্ঠ বিহার সফর। তিনি নতুন করে স্লোগান দিলেন, “বনায়েঙ্গে নতুন বিহার, ফির একবার এনডিএ সরকার”। সেইসঙ্গে দাবি করলেন, বিহার আজ দ্রুতগতিতে উন্নয়নের পথে এগোচ্ছে শুধুমাত্র “ডাবল ইঞ্জিন” সরকার অর্থাৎ কেন্দ্র ও রাজ্যে এনডিএ জোটের জন্যই।

কেন্দ্র বনাম ইউপিএ: বরাদ্দ ঘিরে তোপ

মোদীর বক্তব্য অনুযায়ী, ইউপিএ সরকারের ১০ বছরে বিহার মাত্র ₹২ লক্ষ কোটি টাকা পেয়েছিল উন্নয়নের জন্য। তাঁর দাবি, “ওরা যেন শাস্তি দিচ্ছিল নীতীশ কুমারের সরকারকে। আমি ক্ষমতায় আসার পর বিহারকে পুরনো প্রতিহিংসার রাজনীতি থেকে মুক্ত করেছি। গত ১০ বছরে বিহারকে অনেক বেশি অর্থ সাহায্য দেওয়া হয়েছে।”

Advertisements

প্রেক্ষাপট: জমির বিনিময়ে চাকরি মামলা

এই মামলাটি লালু প্রসাদ যাদবের রেলমন্ত্রী থাকার সময় (২০০৪-২০০৯) রেলওয়ের গ্রুপ ডি নিয়োগের সঙ্গে যুক্ত। সিবিআই অভিযোগ করেছে, এই নিয়োগের বিনিময়ে নিয়োগপ্রার্থীদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে, যা পরে যাদব পরিবারের সদস্যদের নামে স্থানান্তরিত হয়।

ভোটের আগে বিহারে ফের সরগরম রাজনীতি। এনডিএ উন্নয়নের পথে হাঁটার বার্তা দিচ্ছে, আর মোদী সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে চাপ বাড়াচ্ছেন বিরোধীদের উপর। লালু প্রসাদ যাদবের পরিবারকে টার্গেট করে মোদীর এই মন্তব্য ভোট-রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা বলবে আগামী দিন।