CFL 2025-এর বৃহস্পতিবার ছিল রুদ্ধশ্বাস নাটকীয়তায় ভরপুর। খিদিরপুরের কাছে হেরে আরও একবার জয়হীন থাকল মহামেডান স্পোর্টিং ক্লাব—তৃতীয় ম্যাচেও এল না কাঙ্ক্ষিত জয়। অন্যদিকে দুর্দান্ত ঘুরে দাঁড়াল ভবানীপুর ক্লাব, উয়াড়িকে ৩-০ গোলে উড়িয়ে পুরনো ছন্দে ফিরল তারা। এই দুই ম্যাচে ফুটে উঠল দুই দলের বিপরীত ফর্ম। দেখে নিন ম্যাচের হাইলাইটস, বিশ্লেষণ ও পরবর্তী সম্ভাবনার চিত্র।
Advertisements