Pakistan: ইমরানের অ্যাকাউন্ট থেকে উড়ল ‘PMO’ ট্যাগ, কারণ নিয়ে জল্পনা

ইমরান খানের উপর অনাস্থা ভোটের প্রস্তাবের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ইউটিউব চ্যানেল থেকে উঠে গেল PMO। এখন তাঁর ইউটিউব চ্যানেলের নাম হয়েছে ‘ইমরান খান’।…

Pakistan: ইমরানের অ্যাকাউন্ট থেকে উড়ল 'PMO' ট্যাগ, কারণ নিয়ে জল্পনা

ইমরান খানের উপর অনাস্থা ভোটের প্রস্তাবের পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ইউটিউব চ্যানেল থেকে উঠে গেল PMO। এখন তাঁর ইউটিউব চ্যানেলের নাম হয়েছে ‘ইমরান খান’। এই পদক্ষেপের ফলে শুরু হয়েছে জল্পনা। মনে করা হচ্ছে সোমবার অনাস্থা নিয়ে ভোটের আগে পদত্যাগ করার সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন তিনি। রবিবার, ২৭ মার্চ ইসলামাবাদে ইমরান খানের জনসভার ঠিক একদিন আগে এই বদল সামনে এল।

প্রসঙ্গত, ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বর্তমান সরকারের প্রতি সমর্থন সমাবেশ অব্যাহত রেখেছে। কিন্তু জোট সরকারের অনেক দল সরকারের উপর থেকে সমর্থন তুলে নিয়েছে। শনিবার সকাল ১১টায় পার্লামেন্টের সভা অনুষ্ঠিত হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার আসাদ কায়সার। বৃহস্পতিবার রাতে সচিবালয় থেকে ১৫ দফা এজেন্টা জারি করা হয়। সেখানে অনাস্থা প্রস্তাবের কথা উল্লেখ করা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলগুলি ৮ মার্চ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব পেশ করে। ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে, ইমরান খান সরকারের অনাস্থা ভোটের মাধ্যমে কমপক্ষে ১৭২ সদস্যের প্রয়োজন।

   
Advertisements

এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রকাশ দলেরই কয়েকজন সাংসদ এবং শরিকরা অনাস্থায় ইমরানের বিরুদ্ধে ভোট দেবে। ২৮ মার্চ পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলি শরিক ও বিক্ষুব্ধদের দলে ফেরানোর জন্য কিছুটা সময় পেলেন ইমরান খান।