দল গড়ার কাজে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। কিন্তু কর্তারা কীভাবে ভালো মানের ফুটবলার পাবেন সে বিষয়ে রয়েছে সংশয়। দল গঠন নিয়ে প্রশ্ন করা হয়েছিল লাল হলুদ কর্তা দেবব্রত সরকারকে। তিনি উত্তর দিয়েছেন।
ইস্টবেঙ্গলের দেবব্রত সরকার বলেছেন, ” ভারতবর্ষের ৩০ থেকে ৩৫ জন এ ক্লাসের ফুটবলার রয়েছে। তারা প্রত্যেকেই কোনও না কোনও দলের সঙ্গে যুক্ত। এই মুহূর্তে যারা ফ্রি রয়েছে তাদের টার্গেট করা এবং তার পরের ধাপে যে ছেলেরা আছে তাদের টার্গেট করা আমাদের লক্ষ্য।”
প্রতিভা তুলে আনার জন্য প্রাক্তন ফুটবলারদের ওপর ভরসা করছে লাল হলুদ ক্লাব। সেই প্রসঙ্গে নীতু জানিয়েছেন, “প্রাক্তন খেলোয়াড়রা যারা যাচ্ছেন বিভিন্ন ম্যাচ দেখতে তাঁদের কাছ থেকে রিপোর্ট নেওয়া। রিপোর্ট নিয়ে ভালো মানের বিদেশি বাছাই, এই সবই আমরা ভেবে রেখেছি যাতে আগামী দিনে আমাদের কোনও সমস্যা না হয়।”
ইস্টবেঙ্গল যখন ফুটবলার বাছাই করতে ব্যস্ত তখন ট্রান্সফার ব্যান খাঁড়া ঝুলছে সমানে। “কয়েকটা টাকার ব্যাপার। ওটা ম্যাটার করে না।”