ধর্ষণ হুমকিদাতা তৃণমূলী অধ্যাপক রাজদীপকে দেখে আব্দার-দাদা আমি একটু মারব

মীনাক্ষী, দীপ্সিতা, ঐশীসহ একাধিক সিপিআইএম নেত্রীকে ধর্ষণ করার হুমকিদাতা তৃণমূলপন্থী অধ্যাপক রাজদীপ মাইতিকে কলকাতার রাজপথে বেধড়ক মারধর করেছে কতিপয় বামপন্থী পড়ুয়া। সেই ভিডিও দেশজুড়ে ভাইরাল।…

ধর্ষণ হুমকিদাতা তৃণমূলী অধ্যাপক রাজদীপকে দেখে আব্দার-দাদা আমি একটু মারব

মীনাক্ষী, দীপ্সিতা, ঐশীসহ একাধিক সিপিআইএম নেত্রীকে ধর্ষণ করার হুমকিদাতা তৃণমূলপন্থী অধ্যাপক রাজদীপ মাইতিকে কলকাতার রাজপথে বেধড়ক মারধর করেছে কতিপয় বামপন্থী পড়ুয়া। সেই ভিডিও দেশজুড়ে ভাইরাল। একইসঙ্গে ভাইরাল- “দাদা আমি একটু মারব।”

সামাজিক মাধ্যমে নেটিজেনরা বলছেন, এমনই দরকার ছিল। তাৎপর্যপূর্ণ, শনিবার যখন কলেজস্ট্রিটে জনবহুল রাজপথে অধ্যাপক রাজদীপ মাইতিকে ধর্ষণের হুমকি দিয়েছিস কেন বলে ছাত্রা-ছাত্রীরা চড় থাপ্পড় মারছিলেন তখন ওই অঞ্চলের কোনও তৃণমূল কংগ্রেস সমর্থক তাদের ঘনিষ্ঠ রাজদীপকে রক্ষা করতে আসেনি।

   

রাজদীপ মাইতি শাসকদল তৃণমূলের সংগঠন ওয়েবকুপা (পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি) নেতা বলে পরিচিত। অভিযোগ, তিনি তার ফেসবুকে লাগাতার বামপন্থী নেত্রীদের নিয়ে অশ্লীল বাক্য লিখতেন। একাধিকবার বাম নেত্রীদের ‘রক্ষিতা’ বানানোর হুমকি দিয়েছিলেন। শনিবার তাকে ঘিরে ধরে বেদম মারধর করে বামপন্থীরা। এরপর তাকে ওই পড়ুয়ারা মারতে মারতে আমহার্স্ট স্ট্রিট থানায় নিয়ে যায়।

Advertisements

নিজেকে শাসক দলের সদস্য দাবি করা রাজদীপ মাইতির ফেসবুকে লেখা তিনি সিটি কলেজের অঙ্কের অধ্যাপক। তবে তাকে মারধরের ঘটনায় তৃণমূল নীরব। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। তবে ধর্ষণ হুমকিদাতা অধ্যাপক রাজদীপ মাউতি জানিয়েছিলেন তার ফেসবুক দেখেন দুজন। তিনি কিছু জানেন না।

জানা যাচ্ছে, শনিবারই আরও এক ধর্ষণ হুমকিতে অভিযুক্ত তৃণমূল সমর্থক রহমান মোল্লাকে বেধড়ক মারধর করে কিছু বামপন্থী পড়ুয়া। অভিযুক্ত রহমান দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা। জানা যাচ্ছে স্থানীয়দের বিভিন্ন সময়ে হুমকি দিত রহমান। এক ছাত্রীকে শ্লীলতাহানিতে অভিযুক্ত।যখন তাকে মারধর করা হচ্ছিল তখনও এলাকার তৃণমূল সমর্থকরা নিজেদের গুটিয়ে রেখেছিলেন। স্থানীয় সিপিআইএম নেতৃত্বের দাবি, তৃণমুল শাসনে তিতিবিরক্ত সাধারণ মানুষের ক্ষোভ বেরিয়ে আসছে।