চুক্তি নবীকরণে দেরি, বন্ধের মুখে ISL? বিবৃতি দিল ফেডারেশন

ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে সফল ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আপাতত স্থগিত। এই সিদ্ধান্তের জেরে অনিশ্চয়তায় ঘেরা দেশের ফুটবলের (Indian Football) ভবিষ্যৎ। ফুটবল…

Five Head coaches with most wins match in ISL

ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে সফল ফুটবল টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (ISL) আপাতত স্থগিত। এই সিদ্ধান্তের জেরে অনিশ্চয়তায় ঘেরা দেশের ফুটবলের (Indian Football) ভবিষ্যৎ। ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) তরফ থেকে ক্লাবগুলিকে জানানো হয়েছে, মাস্টার রাইটস এগ্রিমেন্ট (MRA) নবীকরণ নিয়ে অনিশ্চয়তার কারণেই ২০২৫-২৬ মরসুমের আইএসএল আয়োজন সম্ভব নয়। এরই মধ্যে বিবৃতি প্রকাশ করল সর্ব ভারতীয় ফুটবল সংস্থা (AIFF)।

   

মূল সমস্যা ফেডারেশন ও এফএসডিএলের মধ্যে চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং তার নবীকরণ নিয়ে দীর্ঘসূত্রতা। ২০২৪ সালের ২১ নভেম্বর এআইএফএফ প্রথমবারের মতো এফএসডিএলের সঙ্গে চুক্তি নবীকরণ নিয়ে আলোচনা শুরু করে। এরপর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দিল্লিতে প্রথম বৈঠক এবং ৫ মার্চ মুম্বইয়ে দ্বিতীয় বৈঠক হয়। দ্বিতীয় বৈঠকে এফএসডিএল তাদের প্রস্তাব দেয়, আর এআইএফএফ পাল্টা প্রস্তাব দেয় ২১ এপ্রিল।

প্রশ্ন উঠেছে, এই সময়কালে ফেডারেশন কী করছিল? প্রায় দেড় মাস সময় নিয়ে কী এমন পাল্টা প্রস্তাব দেওয়া হল, যা এত দেরি করল আলোচনায়? ২৬ এপ্রিল সুপ্রিম কোর্ট (Supreme Court) জানায়, কল্যাণ চৌবের নেতৃত্বাধীন কমিটির কাছে মাস্টার রাইটস চুক্তি নবীকরণের অধিকার নেই। এবার এফএসডিএলের বিবৃতির পরের দিনই ফেডারেশন তরফ থেকে জানানো হল, আদালতের নির্দেশ মাথায় রেখেই আলোচনায় বিলম্ব হচ্ছে।

তবে এই যুক্তি মানতে নারাজ দেশের বিভিন্ন ক্লাব ও ফুটবল মহল। এদিকে এআইএফএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা আইএসএলের গুরুত্ব সম্পর্কে সচেতন এবং চেষ্টা করছে আইএসএল চালু রাখার জন্য। তবে বাস্তব পরিস্থিতিতে আদালতের নির্দেশ মেনে তারা আপাতত আলোচনা বন্ধ রেখেছে।

Advertisements

বিশেষজ্ঞদের মতে, আইএসএল না হলে ভারতীয় ফুটবল আবার পিছিয়ে পড়বে। গত দশকে এই প্রতিযোগিতা দেশের ফুটবলের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। স্পনসর, টিভি রাইটস এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের উপস্থিতি ভারতীয় ফুটবলকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিল। তবে এখন প্রশ্ন উঠছে, এতবড় একটা টুর্নামেন্টের ভবিষ্যৎ যে চুক্তির ওপর নির্ভর করছে, সেই চুক্তি নবীকরণ নিয়ে এত অনীহা বা দেরি কেন? এআইএফএফ কেন আগেভাগে পদক্ষেপ নিল না?

দেশের ফুটবলপ্রেমীরা এখন তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকেই। আদালতের পরবর্তী নির্দেশ কী হবে, সেটাই নির্ধারণ করবে আইএসএলের ভবিষ্যৎ।

Indian Football Tournamnet ISL 2025-26 suspended due to AIFF & FSDL dispute