আজও ৭ জেলায় ভারী বৃষ্টি, কবে থেকে মিলবে স্বস্তি?

কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ। এর ফলে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই৷ দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন…

West Bengal Rain Forecast

কলকাতা: আলিপুর আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে গিয়েছে নিম্নচাপ। এর ফলে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই৷ দক্ষিণ ঝাড়খণ্ড ও সংলগ্ন অঞ্চলের দিকে নিম্নচাপ সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে তীব্র বৃষ্টির আশঙ্কা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে সপ্তাহজুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

কোন জেলায় কবে, কতটা বৃষ্টি?

১১ জুলাই মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ইতিমধ্যেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
১২ জুলাই কোনো জেলায় নির্দিষ্টভাবে সতর্কতা না থাকলেও, একাধিক জায়গায় হালকা পশলা বৃষ্টি হতে পারে।

   

১৩ জুলাই পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ জুলাই আবারও পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় হাওয়া অফিস ফের হলুদ সতর্কতা জারি করেছে। তবে উপকূলবর্তী জেলা গুলির জন্য কোনও মাছ ধরার নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

Advertisements

উত্তরবঙ্গের আবহাওয়ার হালচাল West Bengal Rain Forecast

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির দাপট কিছুটা কম থাকলেও, ১৪ জুলাই থেকে আবার ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। ১৫ জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ১৬ জুলাই জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জুলাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

সাপ্তাহিক এই পূর্বাভাসে সামগ্রিকভাবে স্বস্তির ইঙ্গিত থাকলেও, বৃষ্টির মধ্যে সাধারণ মানুষ ও কৃষিজীবীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।