আগের মরসুমে খুব একটা পারফরম্যান্স করতে পারেনি চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। ওয়েন কোয়েলের পছন্দ অনুযায়ী দল গঠন করা হলেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছিল সিজন। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। সেই হতাশা কাটিয়ে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছিল দক্ষিণের এই দলকে। এই ধাক্কা কাটিয়ে নয়া সিজনে আগত ফুটবল সাফল্য পেতে বদ্ধপরিকর চেন্নাইয়িন।
এক্ষেত্রে মনে করা হচ্ছে যে বেশকিছু বদল হয়তো দেখা যেতে পারে দলের মধ্যে। আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। আসলে দলের বেশ কিছু ফুটবলারদের সঙ্গে চুক্তির বৃদ্ধি করার পাশাপাশি টুর্নামেন্টে প্রভাব বিস্তারকারী কয়েকজন ফুটবলারদের দিকেও নজর রয়েছে দক্ষিণের এই সফল ফুটবল ক্লাবের। সেইসাথে দলের রক্ষণভাগে ও বাড়তি নজর রয়েছে আইএসএল জয়ীদের। চুক্তি বাড়ানো হতে পারে বেশকিছু ফুটবলারদের সঙ্গে।
যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে অঙ্কিত মুখার্জির নাম। উল্লেখ্য, গত ২০২৩ সাল থেকেই দক্ষিণের এই ফুটবল দলের সঙ্গে যুক্ত রয়েছেন এই ভারতীয় রাইট ব্যাক। শেষ মরসুমে দলের হয়ে খেলেছেন প্রায় দশটি ম্যাচ। দেশের এই প্রথম ডিভিশন লিগে দল খুব একটা সাফল্য না পেলেও একক দক্ষতায় যথেষ্ট নজর কেড়েছিলেন বাংলার এই বছর ঊনত্রিশের ফুটবলার। সব ঠিকঠাক থাকলে আগামী আরও তিনটি সিজনের জন্য তাঁকে চুক্তিবদ্ধ করতে চলেছে অভিষেক বচ্চনের এই ফুটবল দল।
সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে তাঁর সঙ্গে সেই চুক্তির বিষয়টি।