তিনি বাঙালির ক্রিকেট আইকন। ক্রিকেট বিশ্বে ভারতের নাম উজ্জ্বল হয়েছিল তাঁর নেতৃত্বে। সেই সৌরভকে (Sourav Ganguly) নিয়ে বাঙালির গর্বের অন্ত নেই। শেষ বার ব্যাট হাতে ইডেণ গার্ডেন্স স্টেডিয়ামে দাদা-কে দেখা গিয়েছিল ২০১২ সালের ৫মে। কলকাতা নাইট রাইর্ডাসের বিরুদ্ধে পুনে ওয়ারিওয়র্সের বিরুদ্ধে। শুক্রবার ফের ব্যাট হাতে ইডেনের মাঠে নামতে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
মাথায় সাদা টুপি দিয়ে পায়ে প্যাড লাগিয়ে ব্যাট হাতে নামলেন বাঙালির প্রিয় দাদা। চেনা ছন্দে ব্যাটের সাহায্যে বল পাঠালেন নিজের গন্তব্যে। গ্যালারি থেকে এল দর্শকদের করতালি। কলকাতা হাইকোর্ট যখন রামপুরহাট গণহত্যার সিবিআই তদন্তের রায় দিচ্ছে, ঠিক সেই সময়ে পাশেই ইদেন গার্ডেন্সে ল্যাটা ব্যাট হাতে খেলতে বল শাসন করতে নামলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এরও একবার ইডেন দেখল দাদাগিরি।
শুক্রবারের গঙ্গাপার এমনই ঘটনার সাক্ষী থাকল। তবে কোনও দলের হয়ে মাঠে নামেননি বিসিসিআই সভাপতি। একটি বিজ্ঞাপনের শুটিং-এর জন্য মাঠে নেমেছিলেন তিনি। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বলের সামনে ব্যাট চালিয়েছেন সৌরভ।
<
p style=”text-align: justify;”>ভারতীয় ক্রিকেটের টালমাটাল সময়ে অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখান থেকে পৌঁছে গিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালে। অধিনায়ক ঝুলিতে রয়েছে একগুচ্ছ ট্রফি এবং রেকর্ড। সেই সঙ্গে ব্যাটসম্যান হিসেবেও রয়েছে গুচ্ছের রেকর্ড। যেগুলির অনেক এখনও ভাঙতে পারেনি পরবর্তী প্রজন্ম। বিদেশের মাটিতে গিয়ে জয়লাভ করা ভারতীয় দলকে শিখিয়েছিলেন সৌরভ। সেই নেতার চেনা ভঙ্গি দেখলে এখনও মন আনন্দে ভরে ওঠে বহু মানুষের।