ভারতের (India) বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানে পরাজিত হয়েছেন স্টোকসরা। লর্ডস টেস্টে (Lords Test) ইংল্যান্ড (England) দলে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সিরিজ এখন ১-১ সমতায়। এরই মধ্যে ১০ জুলাই বৃহস্পতিবার শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট ঐতিহাসিক স্টেডিয়াম লর্ডসে। তবে ম্যাচ শুরুর আগেই শোরগোল পড়ে গেছে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ নিয়ে, যেখানে প্রত্যাবর্তন করতে পারেন পেসার জোফ্রা আর্চার ও নবাগত গাস অ্যাটকিনসন।
এজবাস্টনে ভারতের বিরুদ্ধে ৩৩৬ রানে হার। সেটাও আবার জসপ্রীত বুমরাহকে ছাড়াই ভারতের দুর্দান্ত ব্যাটিং এবং বোলিংয়ে ইংল্যান্ড শিবিরে যেন হঠাৎ করে ধাক্কা। মাত্র ১৬ উইকেট হারিয়ে ভারতীয় ব্যাটাররা দু’ইনিংসে তুলেছে ১০১৪ রান। অনেকটাই প্রতিপক্ষের ওপর চেপে বসা এক ইনিংস-আধিপত্যের ম্যাচ ছিল।
এই পরিপ্রেক্ষিতে ইংল্যান্ড দলে যে বড় রদবদল আসছে, তা অনেকটাই নিশ্চিত। বিশেষ করে বোলিং বিভাগে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দলের বোলিং আক্রমণে ঢুকতে চলেছেন জোফ্রা আর্চার এবং গাস অ্যাটকিনসন। যার ফলে সম্ভবত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন জশ টাং ও স্পিনার শোয়েব বশির।
লর্ডসে ঐতিহাসিকভাবে স্পিনাররা খুব একটা সফল হননি। এমনকি ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরও এজবাস্টনে কার্যকর ছিলেন না। তাই লর্ডসে স্পিনার বাদ দিয়ে চার পেসার নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে ইংল্যান্ড। এমন হলে বশিরের পরিবর্তে একাদশে আসবেন আর্চার অথবা অ্যাটকিনসন।
ক্রিস ওকস যদিও ব্যর্থদের দলে পড়ছেন না। লর্ডসে তাঁর দুর্দান্ত পরিসংখ্যান রয়েছে, মাত্র ১২.৯০ গড়ে উইকেট নিয়েছেন এখানে। সেইসঙ্গে এজবাস্টনে নতুন বলেও তাঁর পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। ফলে ওকসকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনাই নেই।
বোলিং নিয়ে যতই চিন্তা থাকুক, ব্যাটিং অর্ডারে আপাতত পরিবর্তনের সম্ভাবনা নেই। জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, অধিনায়ক বেন স্টোকস এবং উইকেটরক্ষক জেমি স্মিথ এই সাতজনই ব্যাটিংয়ে থাকবেন বলে মনে করা হচ্ছে। যদিও এই লাইনআপ দ্বিতীয় টেস্টে ব্যর্থ ছিল, তবুও নির্বাচকরা তাদের ওপর আস্থা রাখছেন।
লর্ডসের পিচ কিছুটা সাহায্য করতে পারে ফাস্ট বোলারদের। ফলে ইংল্যান্ডের চার পেস বোলার আর্চার, অ্যাটকিনসন, ওকস ও ব্রাইডন কার্সেকে দেখা যেতে পারে আক্রমণে। এই চারজনের গতির বৈচিত্র্য ভারতীয় ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ (লর্ডস টেস্ট) : জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্সে, জোফ্রা আর্চার
এই একাদশ দেখে বোঝা যাচ্ছে যে ইংল্যান্ড এবার আগুনে পেস আক্রমণ সাজাতে প্রস্তুত। আর্চার ও অ্যাটকিনসন দুজনেই ঘণ্টায় ১৪৫ কিমি গতির উপর বল করতে পারেন। তাদের সঙ্গে থাকছেন অভিজ্ঞ ওকস এবং তরুণ কার্স।
অবশ্য ভারতীয় দলও কম প্রস্তুত নয়। তৃতীয় টেস্টে দলের নেতা হিসেবে ফিরে আসছেন জসপ্রীত বুমরাহ। ফলে ইংল্যান্ডের ব্যাটারদের জন্যও প্রতিপক্ষ বোলিং আক্রমণ যথেষ্ট ভয়ানক হয়ে উঠবে। ১০ জুলাই থেকে শুরু হচ্ছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ, আর লর্ডসের মঞ্চে সিরিজের পাল্লাকে ভারী করে এখন সেটাই দেখার বিষয়।
England Probable Playing XI For LordsTest between India vs England