মোহনবাগানে খেলার স্বপ্ন দেখে সর্দার পাড়ার ঋজু

ঋজু সর্দার। বর্তমানে বাংলার ফুটবল এক উদীয়মান প্রতিভা। একটা সময় বিএসি ফুটবল ক্লাব থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিল বেলঘরিয়া সর্দার পাড়ার বছর কুড়ির এই ফুটবলার।…

Riju Sardar’s Dream to Shine for Mohun Bagan

ঋজু সর্দার। বর্তমানে বাংলার ফুটবল এক উদীয়মান প্রতিভা। একটা সময় বিএসি ফুটবল ক্লাব থেকে নিজের ক্যারিয়ার শুরু করেছিল বেলঘরিয়া সর্দার পাড়ার বছর কুড়ির এই ফুটবলার। সেখানে সৌরভ স্যারের কোচিংয়ে নার্সারি লিগে হাতেখড়ি। পরবর্তীতে সুযোগ করে নেয় ঋজু (Riju Sardar)। তারপর সময় এগোনোর সাথে সাথেই জেলা দল থেকে ইউনাইটেড স্পোর্টসে যোগদান। শ্যামবাজার ইউনাইটেডের হয়ে চতুর্থ ডিভিশন খেলার পর সুযোগ পায় মামনী পাঠচক্র ক্লাবে। সেখানেই কাটে একটা মরসুম। তারপর রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে সক্রিয়তা দেখিয়ে পরবর্তীতে টালিগঞ্জ অগ্রগামীতে যোগদান করে মেসি ভক্ত এই ফুটবলার।

   

সেখানে নজর করার দরুন এই নয়া সিজনের শুরুতে তাঁকে দলে টানে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। কলকাতা ময়দানের এই দলের হয়েই এবার নিজেকে মেলে ধরার চ্যালেঞ্জ বাংলার এই ফুটবলারের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সার্দান সমিতির বিপক্ষে প্রথম থেকেই তাঁকে দলে রেখেছিলেন কোচ। এখনও পর্যন্ত দল জয়ের মুখ না দেখলেও টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে উয়াড়ী অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ভালো পারফরম্যান্স করে দলকে তিন পয়েন্ট এনে দেওয়াই এখন অন্যতম লক্ষ্য বেলঘরিয়ার এই ফুটবলারের। বিদেশি দলের পাশাপাশি ভারতীয় ক্লাব ফুটবলে ও নিয়মিত নজর রাখে এই তরুণ মিডফিল্ডার।

Advertisements

ভারতীয় তারকা সুনীল ছেত্রীকে আইডল হিসেবে মানলেও সাহাল আব্দুল সামাদের খেলা যথেষ্ট পছন্দ। ভবিষ্যতে মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে মাঠে নামার স্বপ্ন এই তরুণ প্রতিভার। তবে এখনও এগিয়ে যেতে হবে অনেকটা পথ। এক্ষেত্রে ব্যাপকভাবে সাহায্য করে আসছে তাঁর পরিবার। ফোনে দেওয়া সাক্ষাৎকারে ঋজু বলে, ” আমার মা,বাবা, দিদি তিনজনেই আমাকে যথেষ্ট সমর্থন করে আসছে। পেশাদার ফুটবলার হিসেবে আমি যখন আসি মামা আমাকে প্রথম বুট কিনে দেয়। তারপর ধীরে ধীরে এগিয়ে যাওয়া।”

বর্তমানে কলকাতা ফুটবল লিগে পরবর্তী ম্যাচ থেকে তিন পয়েন্ট নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। উল্লেখ্য, গত ডায়মন্ড হারবার এফসি ম্যাচে একাধিক গোলের সুযোগ আসলেও সেগুলি কাজে লাগানো সম্ভব হয়নি। সেই সমস্ত ভুল ত্রুটি শুধরে দলের প্রথম জয় নিশ্চিত করতে মরিয়া বেলঘরিয়ার এই ফুটবলার।