সূচি অনুযায়ী বাংলা চার দল নিয়ে জমজমটি ডুরান্ড কাপ, কোথায় দেখবেন? রইল বিস্তারিত

আইএসএলের (ISL) জটিলতার মধ্যে দিয়ে শুরু হবে ফুটবল মরসুম। তাই এদিন থেকে শুরু হয়ে গেল ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025) কাউন্টডাউন। ভারতীয় ফুটবলের (Indian…

President of India Droupadi Murmu unveils Trophies of Durand Cup 2025 Tournament

আইএসএলের (ISL) জটিলতার মধ্যে দিয়ে শুরু হবে ফুটবল মরসুম। তাই এদিন থেকে শুরু হয়ে গেল ১৩৪তম ডুরান্ড কাপের (Durand Cup 2025) কাউন্টডাউন। ভারতীয় ফুটবলের (Indian Football) প্রাচীনতম এবং অন্যতম মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্ট এবারও নজর কাড়তে চলেছে ঐতিহ্য, প্রতিযোগিতা আর আবেগে। সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল ডুরান্ড কাপ ২০২৫ পূর্ণাঙ্গ সূচি। এবারের আসরে বাংলা থেকে খেলবে চারটি দল মোহনবাগান (Mohun Bagan SG), ইস্টবেঙ্গল (East Bengal), মহামেডান স্পোর্টিং (Mohammedan SC) এবং ডায়মন্ড হারবার এফসি (Diamondharbour FC)। উদ্বোধনী ম্যাচ ২৩ জুলাই, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে, যেখানে মাঠে নামবে লাল-হলুদের শিবির।

   

এবার ডুরান্ড কাপের গ্রুপ পর্বেই জমে উঠবে বাংলা বনাম বাংলার লড়াই। গ্রুপ ‘বি’তে একসঙ্গে পড়েছে মোহনবাগান, মহামেডান স্পোর্টিং এবং ডায়মন্ড হারবার এফসি। ফলে এই গ্রুপ পর্বেই দেখা যাবে একাধিক ‘মিনি ডার্বি’। মোহনবাগান প্রথম ম্যাচ খেলবে ৩১ জুলাই, মহামেডানের বিরুদ্ধে কিশোরভারতী স্টেডিয়ামে। এরপর ৪ আগস্ট বিএসএফের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে এবং ৯ আগস্ট ডায়মন্ড হারবারের মুখোমুখি হবে কিশোরভারতীতে।

মহামেডানও একইভাবে তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ২৮ জুলাই ডায়মন্ড হারবারের বিরুদ্ধে, ৩১ জুলাই মোহনবাগানের সঙ্গে এবং ৭ আগস্ট বিএসএফের বিরুদ্ধে।

টুর্নামেন্টের সূচি অনুযায়ী, ২৩ জুলাই উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ দক্ষিণ ভারতের দল সাউথ ইউনাইটেড এফসি। এরপর ৬ আগস্ট নামধারী এফসির বিরুদ্ধে ম্যাচ কিশোরভারতী স্টেডিয়ামে এবং ১০ আগস্ট ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে। গ্রুপ ‘এ’তে থাকা ইস্টবেঙ্গলের এই ম্যাচগুলি তাদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ স্পষ্ট করবে।

এইবার ডুরান্ড কাপে ছয়টি আইএসএল দল খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, নর্থইস্ট ইউনাইটেড, পাঞ্জাব এফসি, জামশেদপুর এফসি ও মহামেডান। অন্যদিকে আই লিগ থেকে সুযোগ পেয়েছে ডায়মন্ড হারবার, শিলং লাজং ও নামধারী এফসি। ফলে একদিকে থাকছে বড় নাম, অন্যদিকে নতুন চমক। আর এখানেই ডুরান্ড কাপের আসল রোমাঞ্চ।

গতবারের চ্যাম্পিয়ন নর্থইস্ট ইউনাইটেড এবার তাদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ২ আগস্ট, যদিও এখনও তাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। মোট ২৪টি দলকে ভাগ করা হয়েছে ছ’টি গ্রুপে। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে মূলত বিকেল ৪টা, সাড়ে ৫টা এবং সন্ধ্যা ৭টায়। ম্যাচগুলির সম্প্রচার করবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। নকআউট পর্ব শুরু ১৬ আগস্ট থেকে। সেমিফাইনাল ১৯ ও ২০ আগস্ট এবং বহু প্রতীক্ষিত ফাইনাল হবে ২৩ আগস্ট। তবে সেমিফাইনাল ও ফাইনালের ভেন্যু এখনও ঘোষণা হয়নি।

মোট ৬টি শহরে হবে ম্যাচ:

কলকাতা: যুবভারতী ও কিশোরভারতী

Advertisements

ইম্ফল: খুমান লম্পক স্টেডিয়াম

রাঁচি: মোরহাবাদি স্টেডিয়াম

জামশেদপুর: জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স

শিলং: জওহরলাল নেহরু স্টেডিয়াম

কোকরাঝাড়: সাই স্টেডিয়াম

বিদেশি দলের মধ্যে ইন্দোনেশিয়ার আর্মিকে অংশগ্রহণ করানোর সম্ভাবনা রয়েছে, যা ডুরান্ডের আন্তর্জাতিক মাত্রা আরও বাড়াবে। কারণ ডুরান্ড কাপ শুধুই একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি এক ঐতিহ্যের নাম। ভারতীয় সেনাবাহিনী পরিচালিত এই টুর্নামেন্ট দেশের ফুটবলে ইতিহাসের সাক্ষী। আর এইবারের আসর আরও বড়, আরও ব্যাপক এবং আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে চলেছে। তাই ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, কখন গর্জে উঠবে গ্যালারি, কখন বাজবে গোলের সুর।

Durand Cup 2025 Schedule 4 Bengal teams will play East Bengal to Mohun Bagan SG