সুরুচির ধাক্কা ভুলে জয়ের সারণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল, চ্যালেঞ্জিং প্রতিপক্ষ বিএসএস স্পোর্টিং

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন ২০২৫ (CFL 2025) জয়ের সারণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। মঙ্গলবার দুপুর ৩টেয় বারাকপুরের (Barrackpore) বিবূতিভূষণ স্টেডিয়ামে (Bibhutibhushan Stadium) গ্রুপ…

East Bengal starts CFL 2025 Campaign with dominant 7-1 win over Measurers Club

কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন ২০২৫ (CFL 2025) জয়ের সারণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল এফসি (East Bengal)। মঙ্গলবার দুপুর ৩টেয় বারাকপুরের (Barrackpore) বিবূতিভূষণ স্টেডিয়ামে (Bibhutibhushan Stadium) গ্রুপ ‘এ’র গুরুত্বপূর্ণ ম্যাচে বিনো জর্জের (Bino George) ছেলেরা মুখোমুখি হতে চলেছে বিএসএস (Behala SS) স্পোর্টিং ক্লাবের।

   

মরসুমের শুরুটা দুর্দান্ত হলেও দ্বিতীয় ম্যাচে আটকে যাওয়ায় কিছুটা ধাক্কা খেয়েছে লাল-হলুদের ছন্দ। প্রথম ম্যাচে মেসারার্স ক্লাবের বিরুদ্ধে ৭-১ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসে বলীয়ান হয়েছিল লাল-হলুদ শিবির। কিন্তু দ্বিতীয় ম্যাচে, একই ভেন্যুতে ১০ জনের সুরুচি সংঘের বিরুদ্ধে ১-১ ড্র করে কিছুটা হতাশ হতে হয়েছে কোচ বিনো জর্জকে।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে গ্রুপ ‘এ’তে তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে, বিএসএস স্পোর্টিং দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তালিকায় সপ্তম স্থানে। প্রথম ম্যাচে কালিঘাট মিলন সংঘকে ১-০ গোলে হারালেও পরের ম্যাচে জর্জ টেলিগ্রাফের কাছে ২-৩ ব্যবধানে হেরে যায় তারা। ফলে দু’দলই জয়ের খোঁজে মাঠে নামবে এবং ম্যাচটি হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের।

মশালবাহিনীর অনুশীলনে যোগ দিলেন প্রভাত লাকরা

গত বছরের জুলাই মাসে, এই দুই দল মুখোমুখি হয়েছিল নৌহাটির স্টেডিয়ামে। সেবার ম্যাচের ফল হয়েছিল ১-১। সেই স্মৃতি মাথায় রেখেই এবারের ম্যাচে কোনও রকম ঢিলেমি রাখতে রাজি নয় লাল-হলুদের কোচিং স্টাফ।

Advertisements

ম্যাচের আগেরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গল দলের কোচ বিনো জর্জ বলেন, “সুরুচি সংঘের বিরুদ্ধে আমরা প্রথমার্ধে লিড নিয়েও গোল খেয়ে ড্র করেছি, এটা কোনওভাবেই মানা যায় না। ম্যাচ বিশ্লেষণ করে আমরা বুঝেছি কোথায় ভুল হয়েছিল। সেই ভুল শুধরে আগামী ম্যাচে জয় পাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।”

বিএসএস স্পোর্টিং সহজ প্রতিপক্ষ নয়। তাদের দলের ফরোয়ার্ড লাইন যথেষ্ট আক্রমণাত্মক। জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে হারলেও তারা লড়াই করেছে শেষ মিনিট পর্যন্ত। বিশেষ করে তরুণ স্ট্রাইকার সৌরভ মণ্ডল নজর কাড়ছেন ধারাবাহিক পারফরম্যান্সে।

ইস্টবেঙ্গল বি দলের সামনে রয়েছে জয় ছাড়া কোনও বিকল্প নেই, কারণ শীর্ষ স্থানে থাকার জন্য প্রতিটি ম্যাচে পূর্ণ পয়েন্ট প্রয়োজন। আর বিএসএস স্পোর্টিং চাইবে নিজেদের মর্যাদা রক্ষা করতে ও গ্রুপে ফের জয় এনে দিতে। ফলে মঙ্গলবার দুপুরে বারাকপুরে দেখা যেতে পারে এক উত্তেজনাপূর্ণ ফুটবল লড়াই, যেখানে প্রতিটি গোলই হতে পারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ।

East Bengal FC determined to return to winning ways against Behala SS Sporting in CFL 2025