রেলকে বেলাইন করে শুরু থেকেই গোলের দাপট দেখাতে মরিয়া বাগান ব্রিগেড

কলকাতা লিগে (CFL 2025) সোমবার ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচে বারাকপুর স্টেডিয়ামে রেলওয়ে এফসির (Railway AC) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। পুলিস এসির বিরুদ্ধে প্রথম…

Mohun Bagan SG beat Kalighat Sports Lovers Association by 4-0 in CFL 2025

কলকাতা লিগে (CFL 2025) সোমবার ঘরোয়া লিগের তৃতীয় ম্যাচে বারাকপুর স্টেডিয়ামে রেলওয়ে এফসির (Railway AC) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan)। পুলিস এসির বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের ধাক্কা সামলে দ্বিতীয় ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে ছন্দে ফিরেছে ডেগি কার্ডোজোর ছেলেরা। সেই ধারাবাহিকতা বজায় রেখে আরও আত্মবিশ্বাস অর্জনের লক্ষ্যে নামবে সবুজ-মেরুন শিবির।

মোহনবাগানের কোচ ডেগি কার্ডোজো স্পষ্ট করে দিয়েছেন, প্রতিপক্ষকে কোনওভাবেই হালকা ভাবে নিচ্ছেন না। তিনি বলেন, “রেলওয়ে দলে বেশ কিছু অভিজ্ঞ ফুটবলার রয়েছে। তাই ম্যাচের শুরু থেকেই গোল করে ওদের উপর চাপ সৃষ্টি করাই আমাদের প্রধান লক্ষ্য।” তবে এদিন হয়তো ডাগআউটে দেখা যাবে না তাঁকে। কলকাতাতেই অনুষ্ঠিত একটি ‘এ’ লাইসেন্স কোচদের এলিট ওয়ার্কশপে অংশ নিতে চলেছেন ডেগি। সময়মতো ওয়ার্কশপ শেষ না হলে দলের দায়িত্ব সামলাবেন সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল ও অভ্র মণ্ডল।

   

প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয় ম্যাচে একপ্রকার আগুন ঝরিয়েছিলেন পাসাং দর্জি তামাং, সালাউদ্দিন আদনানরা। কালীঘাটের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতে আত্মবিশ্বাসে ভরপুর সবুজ মেরুন শিবির। এখন রেলের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত। অনুশীলনের শেষে দলগত আলোচনা এবং রিকভারি প্রক্রিয়া সেরে তৈরি ছেলেরা। ডেগি বলেন, “আমরা ইতিবাচক আছি। ছেলেরা রিকভারি খুব ভালো করেছে। কালীঘাটের বিরুদ্ধে জেতার খিদেটা এখনও রয়েছে, সেটাই বড় বিষয়। তবে আত্মতুষ্টি এলে সমস্যা হবে। সেটা এড়াতেই সতর্ক করছি ছেলেদের।”

তবে দলের সব খেলোয়াড় এখনও পুরোপুরি ফিট নন। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় তুষার বিশ্বকর্মা এখনও শতভাগ ফিট নন। হালকা অনুশীলনে অংশ নিলেও তাঁকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। অন্যদিকে, উমের মুখের এখনও রিহ্যাবে রয়েছেন, ফলে তাঁকে পাওয়া যাবে না এই ম্যাচেও। চোট সমস্যা থাকলেও বাকি খেলোয়াড়রা পুরোপুরি ফিট, জানিয়েছেন দলের চিকিৎসক ও ট্রেনিং স্টাফ।

রেলওয়ের কথা বলতে গেলে, তিন ম্যাচে একটি জয় ও দুইটি হার নিয়ে তারা লিগ টেবিলের নবম স্থানে রয়েছে। তবে পুলিস এসিকে পরাস্ত করে চমক দিয়েছে তারা। সেই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছিলেন প্রাক্তন বাগান ফুটবলার সায়ন দাস ও তারক হেমব্রম। এদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মোহনবাগানের বিরুদ্ধে বড়সড় চমক দিতে প্রস্তুত রেলওয়ে। এক্ষেত্রে বাগানের রক্ষণভাগকে বিশেষ সতর্ক থাকতে হবে।

Advertisements

মোহন বাগান কোচ বার বার বলছেন, এই লিগে সবাইকে চোটমুক্ত রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কোচ ডেগি বলেন, “আমাদের স্কোয়াডে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা মাঠে কাজে লাগাতে গেলে সবাইকে ফিট রাখতে হবে। আমরা ছন্দে ফিরছি, সেটা ভালো দিক। তবে আরও ধারাবাহিকতা দরকার।”

রেলওয়ের বিরুদ্ধে এই ম্যাচে আরও একবার উইনিং কম্বিনেশন বজায় রাখার পক্ষপাতী কোচ। অনুশীলনের সময়ও সেই পরিকল্পনারই ইঙ্গিত মিলেছে। গত ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা অ্যাটাকিং ত্রয়ী পাসাং, আদনান ও সৌরভ মণ্ডলকে নিয়েই শুরু করতে পারেন তিনি। মোট কথা, কলকাতা লিগের এই হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হবে মোহনবাগান। রেলের রক্ষণভাগ কতটা বাধা দিতে পারে, সেটাই দেখার।

Mohun Bagan face off against Railway AC in CFL 2025