কলকাতা ফুটবল লিগের নতুন সিজনের শুরুটা খুব একটা ভালো হয়নি ডায়মন্ড হারবার এফসির (Diamond Harbour FC)। গতবারের অনবদ্য পারফরম্যান্সের পর এবার শুরু থেকেই সেই ধারা বজায় রাখার লক্ষ্য থাকলেও গোলের খরা আটকে দিয়েছিল দলকে। যারফলে গত ২রা জুলাই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছেড়েছিল ডায়মন্ড হারবার। নিঃসন্দেহে যা হতাশ করেছিল সকলকে। তবে দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল ময়দানের অন্যতম শক্তিশালী এই ফুটবল দল। অবশেষে শনিবার কলকাতা ফুটবল লিগে প্রথম জয় পেয়েছে কিবু ভিকুনার ছেলেরা।
থাংলালসন গাংতের করা শেষ মুহূর্তের গোলে উয়াড়ী অ্যাথলেটিক ক্লাবকে পরাজিত করেছে আইলিগের এই নতুন দল। পরবর্তী ম্যাচ গুলিতে সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য দলের ফুটবলারদের। তবে শুধুমাত্র প্রিমিয়ার ডিভিশন লিগ নয়। চলতি মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। পরবর্তীতে নির্দিষ্ট সূচি অনুসারে আয়োজিত হবে দেশের দ্বিতীয় ডিভিশন ফুটবল টুর্নামেন্ট তথা আইলিগ। এই সমস্ত টুর্নামেন্ট গুলিতেও ভালো ফল করতে মরিয়া অভিষেক ব্যানার্জির এই ফুটবল দল। তাই বহু আগে থেকেই দল গঠনের কাজে হাত দিয়েছিল ম্যানেজমেন্ট।
ভারতীয় ব্রিগেডের পাশাপাশি বিদেশি ফুটবলারদের ক্ষেত্রে সমান গুরুত্ব দিয়েছে ডায়মন্ড হারবার। যারফলে ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই আইএসএল এবং আইলিগ খেলা একাধিক তারকা ফুটবলারদের সই করানোর কথা জানানো হয়েছে এই দলের তরফে। সেক্ষেত্রে আগের তুলনায় তাঁরা যে আরো অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে সেটা বলাই চলে। এছাড়াও গত কয়েক সপ্তাহ আগেই শোনা গিয়েছিল লাল-হলুদের প্রাক্তন তারকা ব্রাইট এনবাখোরের নাম। কিন্তু সেখানেই শেষ নয়। দলের আক্রমণভাগের ধার আরও বাড়াতে এবার এক ব্রাজিলিয়ান স্ট্রাইকারের খোঁজে ছিল কলকাতার এই শক্তিশালী ক্লাব।
সেক্ষেত্রে তাঁরা চূড়ান্ত করে ক্লেটন দা সিলভেরাকে। একটা সময় ব্রাজিলের একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। অনবদ্য পারফরম্যান্সের দরুন পরবর্তীতে মালয়েশিয়ার প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব পেরাক এফসিতে যুক্ত হয়েছিলেন এই ফরোয়ার্ড। সেখান থেকেই এবার যোগদান করেছেন ভারতের এই ফুটবল ক্লাবে। তাঁর আসার অপেক্ষায় ছিল সকলে। অবশেষে এই সপ্তাহের শেষের দিকেই চলে এলেন শহরে। সব ঠিকঠাক থাকলে ডুরান্ড কাপের শুরু থেকেই দলের জার্সিতে খেলতে দেখা যেতে পারে ক্লেটনকে।