ফের গণধর্ষণ এক গৃহবধূকে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কাটোয়া থানার পাঁজোয়া গ্রামের পোল্ট্রি ফার্মের কাছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই শোরগোল ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। নির্যাতিতার অভিযোগ পেয়েই বুধবার গভীর রাতেই কাটোয়া থানার পুলিস দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
জানা যাচ্ছে, বৃহস্পতিবার কাটোয়া থানার পুলিশ অভিযুক্ত দুলাল সেখ ও বজরুল সেখকে কাটোয়ায় মহকুমা আদালতে পেশ করে। পাশাপাশি ওই নির্যাতিতা গৃহবধূকে পাঠানো হয় ডাক্তারি পরীক্ষার জন্য। গোপন জবানবন্দির জন্য নির্যাতিতা মহিলাকেও পুলিস কাটোয়া মহকুমা আদালতে পাঠায়।
পুলিস সূত্রের খবর, নির্যাতিতা গৃহবধূ বুধবার কাটোয়া আদালতে পুরনো একটি দাম্পত্য কলহ সংক্রান্ত মামলার কাজ সেরে বাড়ি ফিরছিলেন। তখন সাড়ে ৮টা নাগাদ পাঁজোয়া বাসস্ট্যান্ড থেকে নিজের বাড়ি ফেরার সময় নির্যাতিতা গৃহবধূর সঙ্গে পূর্ব পরিচিত পাশের নতুনগ্রামের দুই বাসিন্দা দুলাল সেখ ও বজরুল সেখের দেখা হয়।
নির্যাতিতার অভিযোগ, অন্ধকারে তাকে তুলে নিয়ে যাওয়া হয় পোল্ট্রি ফার্মের কাছে। সেখানেই পরিচিত অভিযুক্তরা গৃহবধূকে ধর্ষণ করে। এই ঘটনার পরই নির্যাতিতা বাড়ি ফিরে আসে এবং পুরো ঘটনাটি তার স্বামীকে জানায়। নির্যাতিতা রাত ১০টা নাগাদ স্বামীকে সঙ্গে নিয়ে কাটোয়া থানায় যান। রাতেই অভিযুক্ত দুলাল সেখ ও বজরুল সেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। তারপর গভীর রাতে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিস।