শমীক বঙ্গ-বিজেপি সভাপতি হতেই ‘বিস্ফোরক’ প্রাক্তন প্রেমিকা অনন্যা

বঙ্গ বিজেপির নয়া সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম সামনে আসতেই ময়দানে তৃণমূল কর্মীদের বড় অংশ। অবিবাহিত বিজেপি নেতার প্রেম নিয়ে চর্চা চলছে। ভাইরাল…

Shamik Bhattacharya’s Ex-Girlfriend Anannya Chakraborty Sparks Controversy in 2025

বঙ্গ বিজেপির নয়া সভাপতি হিসেবে শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) নাম সামনে আসতেই ময়দানে তৃণমূল কর্মীদের বড় অংশ। অবিবাহিত বিজেপি নেতার প্রেম নিয়ে চর্চা চলছে। ভাইরাল হয়েছে প্রাক্তন প্রেমিকা অনন্যা চক্রবর্তীর (Anannya Chakraborty) সঙ্গে শমীকের কল রেকর্ডিং। অনন্যার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের কথোপকথন হাতিয়ার করে প্রচার চলছে। শমীক ভট্টাচার্যকে চরিত্রহীন প্রমাণের চেষ্টা চলছে। এই পরিস্থিতিতে মুখ খেলেছেন তাঁর প্রাক্তন অনন্যা চক্রবর্তী।

   

Read Hindi: शमिक के बंगाल बीजेपी अध्यक्ष बनते ही पूर्व प्रेमिका अनन्या का ‘विस्फोटक’ बयान

বৃহস্পতিবার সকালে অনন্যা চক্রবর্তী ফেসবুকে লেখেন, “বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার জন্য শমীক ভট্টাচার্যকে অনেক শুভেচ্ছা। আগামীর যাত্রা শুভ হোক। তোমার জন্য আমি খুব গর্বিত বাবু। এটা তোমার প্রাপ্য ছিল।

আমরা সম্পর্ক বানাই, সম্পর্ক ভাঙে, কষ্ট পাই। একজন অন্য জনের শত্রু হয়ে যাই। বাইরের লোক জন সেটার ফয়দা তোলে। লোক জন উস্কানি দেয়।ভালো মুহূর্ত গুলো, হাতে হাত ধরে চলা, বিনিদ্র রাত জাগা সে গুলো কি ভোলা যায়?? দিনের শেষে বন্ধুত্বটা বেঁচে থাকে।”

Advertisements

উত্তর ২৪ পরগনার ইছাপুরের বাসিন্দা অনন্যা। পেশায় স্কুল শিক্ষিকা। সম্পর্কে ভারতের মার্কসবাদী কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্য সমর মুখোপাধ্যায়ের নাতনি। কম বয়সে এক সেনা জওয়ানের সঙ্গে বিয়ে হয় অনন্যা চক্রবর্তীর। বিয়ের কয়েক বছরের মধ্যেই তিনি মা হন। তারপর ডিভোর্স। একাই বড় করেছেন ছেলেকে। তাঁর ছেলেও এখন ভারতীয় সেনার জওয়ান। এই অনন্যার সঙ্গেই প্রায় বছর দশেক আগে সম্পর্কে জড়ান শমীক। ইছাপুর কন্ঠাদ্ধারে অনন্যার ফ্ল্যাটে তাঁর নিয়মিত যাতায়াত ছিল। অনন্যার ছেলের বিয়েতেও গুরুদায়িত্ব নেন শমীক। অনন্যারও যাতায়াত ছিল শমীকের বাড়িতে।

অনন্যা চক্রবর্তীর দাবি, এতকিছুর পরেও বিয়েতে আপত্তি ছিল শমীকের। এ নিয়েই বিবাদ শুরু। সেটা ২০১৮ সালে। দূরত্ব বাড়ে। এর মাঝে ২০১৯ সালের লোকসভা ভোটে দমদম থেকে প্রার্থী হন শমীক ভট্টাচার্য। তাঁর হয়ে প্রচারেও নামেন অনন্যা। এরপর আবার বিরোধ। শোনা যায় অনন্যার সঙ্গে সম্পর্কের বিষয়টা সামনে আসতেই বছর পাঁচেক আগে দলীয় পদ হারান শমীক। অন্যদিকে ছেলে-বউমা-নাতি আর স্কুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অনন্যাও। ফাঁকা সময়ে দেশ-বিদেশ ঘুরেছেন। কখনও কাশ্মীর তো কখনও ভিয়েতনাম।

এর মাঝে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। বঙ্গ বিজেপিতেও অনেক বদল হয়েছে। শমীক ভট্টাচার্য হয়েছেন রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র। তাঁকে রাজ্যসভাতেও পাঠিয়েছে দল। সেই শমীক এখন বঙ্গ বিজেপির সেনাপতি। তাঁর সভাপতিত্বে বাংলায় ছাব্বিশের বিধানসভা ভোটে লড়বে পদ্ম শিবির। শমীকের এই সাফল্যে খুশি অনন্যা। জানিয়েছেন শুভেচ্ছা।