মিলন পণ্ডা, মহিষাদল: পূর্ব মেদিনীপুরের মহিষাদলে জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশ (Police) কর্মীর। মঙ্গলবার গভীর রাতে হলদিয়া-মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের গাড়ুঘাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় টহলরত অবস্থায় দুর্ঘটনার কবলে পড়ে মহিষাদল থানার পুলিশের একটি গাড়ি।
পুলিশ (Police) সূত্রে খবর, সেই সময় পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির ট্রাক। ধাক্কার তীব্রতায় রাস্তা থেকে ছিটকে পড়ে পুলিশের গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিষাদল থানার সাব-ইন্সপেক্টর জয়ন্ত ঘোষাল (৪৭) এবং পুলিশের ন্যাশনাল ভলেন্টিয়ার ফোর্সের সদস্য সেক সাহনার ওরফে গোলামের। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আর এক পুলিশ কর্মী স্বপন দাস।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় সাড়ে একটার সময় হলদিয়া থেকে মেছেদার দিকে আসছিল একটি ট্রাক। মহিষাদল থানার পুলিশ (Police) সেই সময় গাড়ুঘাটা এলাকায় রুটিন টহল দিচ্ছিল। পুলিশের গাড়িটি রাস্তার এক পাশে দাঁড় করানো ছিল। গাড়ির চালক গাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন এবং গাড়ির ভিতরে ছিলেন সাব-ইন্সপেক্টর সহ দুই পুলিশ কর্মী। ঠিক সেই সময় দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ির উপর সজোরে ধাক্কা মারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকের ধাক্কায় পুলিশের (Police) গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার শব্দ শুনে এলাকার বাসিন্দারা ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মহিষাদল থানা ও জেলা পুলিশকে।
খবর পেয়েই রাতেই ঘটনাস্থলে পৌঁছান পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ (Police) সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য। সঙ্গে বিশাল পুলিশ বাহিনীও ঘটনাস্থলে ছুটে আসে। দুর্ঘটনাগ্রস্ত পুলিশ গাড়ি থেকে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে দ্রুত তমলুকের তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা সেখানে দুইজনকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় পুলিশের গাড়ির চালক অল্পের জন্য প্রাণে রক্ষা পান। তবে এই দুর্ঘটনা গোটা জেলা পুলিশ মহলে শোকের ছায়া নেমে এনেছে। সহকর্মীদের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন অনেক পুলিশকর্মী (Police)।
এদিকে, ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটি এলাকা ছেড়ে মেছেদার দিকে পালানোর চেষ্টা করে। তবে তৎপর নন্দকুমার থানার পুলিশ (Police) গাড়ি নিয়ে ধাওয়া করে ঘাতক ট্রাক এবং চালককে পাকড়াও করে।
পুলিশ (Police) জানিয়েছে, ট্রাকের চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা, চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা, ট্রাকের গতি কত ছিল, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। মহিষাদল থানার পক্ষ থেকে দুর্ঘটনা নিয়ে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে জেলা ট্রাফিক বিভাগও। স্থানীয় বাসিন্দারা এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত স্পিড নিয়ন্ত্রণের দাবি তুলেছেন।
এই দুর্ঘটনা ফের একবার পূর্ব মেদিনীপুর জেলার জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। পুলিশ (Police) সূত্রে খবর, মৃত দুই পুলিশ কর্মীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতদের পরিবারে নেমেছে শোকের ছায়া।