পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে ভারতের কূটনৈতিক সাফল্য-সরাসরি সেই হামলার নিন্দা করল কোয়াড (QUAD) গোষ্ঠী। মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বিদেশমন্ত্রকদের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া এই হামলাকে “অত্যন্ত নিন্দনীয়” বলে অভিহিত করেছে এবং হামলার পরিকল্পনাকারী, অর্থদাতা ও সংশ্লিষ্টদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।
‘জিরো টলারেন্স’ বার্তা জৈশঙ্করের
ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও, জাপানের বিদেশমন্ত্রী তাকেশি ইওয়া ও অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়াং-এই চার নেতা কোয়াড বৈঠকে অংশ নেন। সেখানে সন্ত্রাসবাদ মোকাবিলার বিষয়টি অগ্রাধিকার পায়।
জয়শঙ্কর বলেন, “সন্ত্রাসবাদের ক্ষেত্রে বিশ্বকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) দেখাতে হবে। ভুক্তভোগী আর জঙ্গিকে কখনও এক পাল্লায় তোলা যায় না। ভারত তার নাগরিকদের রক্ষার অধিকার রাখে এবং আমরা সেই অধিকার প্রয়োগ করব। কোয়াড আমাদের অবস্থান বুঝবে বলেই প্রত্যাশা।”
পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর QUAD condemns Pahalgam terror attack
২০২৫ সালের ২২ এপ্রিল, জম্মু-কাশ্মীরের পহেলগাঁও-এ জনপ্রিয় পর্যটনস্থল বৈসরণ উপত্যকায় জঙ্গিরা নির্বিচারে গুলি চালায়। এই ঘটনায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হন। তদন্তে উঠে আসে পাকিস্তান-ভিত্তিক জঙ্গিগোষ্ঠীর যোগসূত্র।
এর পাল্টা জবাব দিতে, ৭ মে ভারত চালায় ‘অপারেশন সিঁদুর’, যার মাধ্যমে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটির উপর নির্ভুল আঘাত হানে।
পাকিস্তানের পাল্টা হামলা ও যুদ্ধবিরতি
ভারতের পাল্টা পদক্ষেপের জবাবে, পাকিস্তান ড্রোন ও আর্টিলারি হামলা চালায় জম্মু-কাশ্মীর ও পঞ্জাব সীমান্তে। ভারত দক্ষতার সঙ্গে প্রতিটি আক্রমণ প্রতিহত করে এবং আরও কড়া জবাব দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে সামরিক স্তরের আলোচনার পর তিন দিন পরে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
কোয়াডের বার্তা: সন্ত্রাসে কোনও ছাড় নয়
ওয়াশিংটনে প্রকাশিত কোয়াডের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘‘পহেলগাঁও হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘৃণ্য কাজের জন্য দায়ী সকল ব্যক্তি, সংগঠক ও অর্থদাতাদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। সমস্ত রাষ্ট্রসঙ্ঘ সদস্যকে আন্তর্জাতিক আইন ও প্রাসঙ্গিক নিরাপত্তা পরিষদের রেজোলিউশন অনুযায়ী সক্রিয় সহযোগিতা করতে হবে।’’
বিবৃতিতে আরও বলা হয়, “কোয়াড সমস্ত রকম সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে অবিচলভাবে দাঁড়িয়ে আছে। এর মধ্যে সীমান্ত পারাপার সন্ত্রাসবাদও রয়েছে। কোয়াড সন্ত্রাসবিরোধী সহযোগিতা আরও মজবুত করবে।”
শোক ও সমবেদনা
চার দেশের বিদেশমন্ত্রী পহেলগাঁও হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।