গত মরসুমে দারুন পারফরম্যান্স ছিল এফসি গোয়ার (FC Goa)। শুরুটা খুব একটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দে ফিরেছিল এই দল। আইএসএলের প্রথম ম্যাচেই পরাজিত হতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে। তারপর কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়িয়ে ছিল মানোলো মার্কুয়েজের ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল দুর্বল ইমামি ইস্টবেঙ্গলকে। তারপর আর খুব একটা সমস্যা হয়নি।
সময় এগোনোর সাথে সাথেই অনবদ্য ছন্দে ফিরে এসেছিল এই ক্লাব। যারফলে একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে ওঠে এসেছিল ব্রাইসন ফার্নান্দেজরা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই।স্বাভাবিকভাবেই ময়দানের এই প্রধানকে টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত হাত থেকে ফস্কে গিয়েছিল লিগ শিল্ড। সেই সমস্ত হতাশা ভুলে প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল এফসি গোয়া। সেইমতো ফুটবলারদের প্রস্তুত করেছিলেন মানোলো মার্কুয়েজ।
কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আটকে যেতে হয়েছিল বেঙ্গালুরু এফসির কাছে। ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর গোল বদলে দিয়েছিল সমস্ত কিছু। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। তবে সেই ধাক্কা থেকে শিক্ষা নিয়ে কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। সেইমত একের পর এক ম্যাচে সহজেই এসেছে জয়। যারফলে খুব সহজেই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল এফসি গোয়া। তারপর জামশেদপুর এফসিকে পরাজিত করে এই খেতাব জয় করেই মরসুম শেষ করে দল। সেই সুবাদে নয়া সিজনে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবে ভারতের এই ফুটবল ক্লাব।
সেইদিক নজরে রেখেই এবার দল গঠন শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। এক্ষেত্রে তাঁদের নজর গিয়ে পড়েছে স্প্যানিশ এক ডিফেন্ডারের দিকে। তিনি পোল মোরেন। বর্তমানে সেই দেশের দ্বিতীয় ডিভিশনের ফুটবল ক্লাব রেসিং স্যান্টান্ডারের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা। দলের হয়ে খেলেছেন প্রায় একাধিক ম্যাচ। শোনা যাচ্ছে রক্ষণভাগ মজবুত করতে এবার তাঁকে আনতে চাইছে গতবারের সুপার কাপ জয়ীরা।