Pakistan: কাউন্টডাউন শুরু, প্রধানমন্ত্রীর কুর্সি হাতছাড়া হতে চলেছে ইমরানের

কাউন্টডাউন শুরু হয়ে গেল ইমরান খানের। যে কোনও মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে পারেন তিনি। বিরোধীরা ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে, যার ভিত্তিতে…

কাউন্টডাউন শুরু হয়ে গেল ইমরান খানের। যে কোনও মুহূর্তে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে পারেন তিনি। বিরোধীরা ইমরান সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে, যার ভিত্তিতে ভোট হওয়ার কথা। এর আগেও ক্ষমতাসীন দল পিটিআইয়ের ২৪ জন সাংসদ বিদ্রোহী হয়েছেন। এদিকে ক্ষমতাসীন জোটের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের দাবিও জোরদার হয়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইমরান কি চেয়ার ছাড়বেন? আর যদি তিনি তা করেন তাহলে তার জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে হবেন?

শাহ মেহমুদ কুরেশি মিডিয়ার সামনে বলেছেন যে বিদ্রোহী সাংসদদের ঠান্ডা মাথায় চিন্তা করা উচিত। দল তাদের বৈধ দাবি শুনতে তৈরি। সব দলের মধ্যেই মতভেদ আছে। তা সমাধান করা সম্ভব। এর মানে এই নয় যে কেউ বিরোধী দলে চলে যাবেন। এর আগে, ইমরান সরকারের মিত্র, এমকিউএমপির ডাঃ খালিদ মকবুল সিদ্দিকী বলেছেন যে অনাস্থা প্রস্তাবের কারণে ইমরান খান ক্ষমতায় থাকবেন এমন সম্ভাবনা কম। খালিদ বলেছেন যে পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) বর্তমান রাজনৈতিক সঙ্কটের সাবধানে সমাধান করা উচিত। পিটিআইয়ের সরকার টিকে থাকতে পারে, কিন্তু ইমরান খানের চেয়ার টিকে থাকার সম্ভাবনা নেই।

   

প্রধানমন্ত্রী ইমরান খানকে কুর্সি থেকে হটাতে বিরোধীরা একাট্টা। ক্ষমতাসীন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এর প্রতিষ্ঠাতা সদস্য নাজীব হারুন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ চেয়েছেন। পাক সংবাদমাধ্যম জিও নিউজ প্রোগ্রামে নাজিব হারুন বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত এবং দলের অন্য কোনও সদস্যকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য এগিয়ে আনা উচিত। এটিই সামনের দিকে এগিয়ে যাওয়া এবং এই সংকটের সমাধানের একমাত্র উপায়।

জাতীয় আইনসভায় বেশ কয়েকজন ক্ষুব্ধ সরকারপক্ষের সদস্য বলেছেন, তারা পিটিআই থেকে অব্যাহতি নিয়েছেন। একই সঙ্গে আগামী নির্বাচন তারা পিটিআই-এর হয়ে লড়বেন না। তিনজন কেন্দ্রীয় মন্ত্রী পিটিআই থেকে ইস্তফা দিয়েছেন। পিটিআই এর ২৪ জন সংসদ সদস্য বিদ্রোহ করে বসেছেন। ওই ২৪ জন সংসদ সদস্যও ইমরানের বিরুদ্ধে ভোট দেবেন বলে প্রকাশ্যে হুমকি দিয়েছেন।