ISL Final: কাঁটায় কাঁটায় সিরিজের অন্তিমে হতাশ কেরালা

ISL Final: তৃতীয়বারেও হল না লক্ষ্য পূরণ। রবিবার পেনাল্টি শ্যুট আউটে জিতল হায়দরাবাদ এফসি (KBFC vs HFC)। বিষণ্ণ মুখে বাড়ি ফিরতে হবে কেরালা ব্লাস্টার্স সমর্থকদের। …

ISL Final: কাঁটায় কাঁটায় সিরিজের অন্তিমে হতাশ কেরালা

ISL Final: তৃতীয়বারেও হল না লক্ষ্য পূরণ। রবিবার পেনাল্টি শ্যুট আউটে জিতল হায়দরাবাদ এফসি (KBFC vs HFC)। বিষণ্ণ মুখে বাড়ি ফিরতে হবে কেরালা ব্লাস্টার্স সমর্থকদের। 

Advertisements

ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল হয়েছে কাঁটায় কাঁটায়। বল দখল থেকে আক্রমণ শানানো, প্রতি বিভাগেই লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। ম্যাচের অন্তিম বাঁশি পর্যন্ত ফতোরদার মাঠে ছিল রোমাঞ্চ। 

   

ফুটবল বিশেষজ্ঞরা বলে থাকেন, যার নার্ভ শক্ত তার জয়ের সম্ভবনা বেশি। এই ম্যাচে হলো-ও তাই। নির্ধারিত নব্বই মিনিট মাটি কামড়ে পড়েছিল কেরালা একাদশ। নার্ভ দুর্বল হল পেনাল্টি শ্যুট আউটের সময়। 

Advertisements
ISL Final
কেরালা সমর্থকরা এভাবেই ভরিয়েছিলেন গ্যালারি।

প্রশ্ন উঠছে কেলারা ব্লাস্টার্স কোচের স্ট্র্যাটেজি নিয়ে। ম্যাচের সবথেকে চাপের সময় খাবরা, চেঞ্চোদের ওপর ভরসা রাখা আদৌ কতটা যুক্ত সঙ্গত সিদ্ধান্ত সে ব্যাপারে সন্দেহ প্রকাশ করছেন ফুটবল বিশেষজ্ঞরা। 

ISL Final
ম্যাচ শেষে দুই কোচের করমর্দন।

দূর থেকে দেখলে মনে হতে পারে গোয়ার অলিগলিতে বুঝি ফুটেছে সর্ষে ফুল। দক্ষিণ ভারত থেকে দলের সমর্থকরা ভিড় জমিয়েছিলেন রবিবারের মহারণ দেখতে। প্রিয় দলের হাতে অবশেষে ট্রফি উঠবে এই আশায় বুক বেঁধেছিলেন তাঁরা। কিন্তু হল না। তৃতীয়বারেরও মিলল না লিগ সেরার খেতাব।