গরু কয়লা পাচারকান্ডে ইডি অফিসারকে তলব কালীঘাট থানার পুলিশের

এ যেন উলটপুরাণ, এবার গরু কয়লা পাচারকান্ডে ইডি অফিসারদের ডাক পড়ল কালীঘাট থানায়। ইডি সূত্রে খবর, ইডির ৩ জোন অফিসারকে তলব করেছে কলকাতা পুলিশ। Advertisements…

গরু কয়লা পাচারকান্ডে ইডি অফিসারকে তলব কালীঘাট থানার পুলিশের

এ যেন উলটপুরাণ, এবার গরু কয়লা পাচারকান্ডে ইডি অফিসারদের ডাক পড়ল কালীঘাট থানায়। ইডি সূত্রে খবর, ইডির ৩ জোন অফিসারকে তলব করেছে কলকাতা পুলিশ।

Advertisements

সূত্র মারফত খবর, তদন্তকারী অফিসারের সহকারী ও সুপারভাইজিং অফিসারকে তলব করেছে কালীঘাট থানার পুলিশ। সোমবার থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কাকতলিয়ভাবে ইডির ডাকে দিল্লি উড়ে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisements
   

কয়লা পাচারকাণ্ডে দিল্লিতে ইডি অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিষেককে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে অভিষেক বিমানবন্দরে বলেন, ‘প্রকাশ্যে যাঁদের কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁদের কেন ডাকে না ইডি-সিবিআই। বিজেপির সামনে মাথা নত করব না। সিবিআই, ইডিকে নিজেদের স্বার্থে ব্যবহার করে বিজেপি। বাংলায় হেরে বিজেপির গাত্রদাহ হচ্ছে। আমরা এর শেষ দেখে ছাড়ব। কলকাতাতেও ইডি অফিস রয়েছে, এখানে কেন ডাকছে না? চার দিন আগে আমার চোখ অপারেশন হয়েছে। আমরা মাথা উঁচু করে বাঁচতে জানি।’ এহেন অবস্থায় ইডির অফিসারদের তলবের ঘটনাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশিষ্ট মহল।