ISL ফাইনালের আবহে কেরালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গ্যালারি। মাঠে গিজগিজ করছিল লোক। গ্যালারিতে উপস্থিত ছিলেন অগুনতি দর্শক। ওই অবস্থায় ভেঙে পড়েছে গ্যালারির একটি অংশ। মনে করা হচ্ছে অন্তত ৬০ জন ঘটনায় আহত হয়েছেন। ঘটনাটি কেরালার মালাপ্পুরমের ।
🚨 | Over 60 people are feared to be injured after the makeshift gallery of a football stadium collapsed in Malappuram, Kerala. 😵💫🔴 #IndianFootball #SFtbl pic.twitter.com/JjZrl3YamF
— Sevens Football 🇺🇦 (@sevensftbl) March 19, 2022
সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, ঘটনাটি ঘটেছে শনিবার রাতে। মালাপ্পুরমের ওই মাঠে ফুটবল ম্যাচের সময় আচমকা ভেঙে পড়ে গ্যালারির একটি অংশ। ঘটনায় আহতের সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। কোথাও দাবি করা হচ্ছে দুর্ঘটনায় আহত অন্তত দু’শো জন। যার মধ্যে অন্তত পনেরো জনের অবস্থা গুরুতর বলে দাবি করা হয়েছে প্রতিবেদনে।
<
p style=”text-align: justify;”>পংগর এর একটি স্কুলের মাঠে ম্যাচের আয়োজন করা হয়েছিল। তৈরি করা হয়েছিল অস্থায়ী স্টেডিয়াম। ম্যাচকে কেন্দ্র করে ফুটবল উৎসাহীদের উন্মাদনা পৌঁছেছিল চরমে। গ্যালারির ধারণ ক্ষমতার থেকেও বেশি লোক উপস্থিত ছিলেন সেখানে। মাঠে প্রায় আট হাজার দর্শক ছিলেন বলে অনুমান। আহতদের উদ্ধার করে নিজে যাওয়া হয় মানজেরি মেডিক্যাল কলেজে।..