কবে থেকে কলকাতা লিগের প্রস্তুতি শুরু করছে মহামেডান?

বহু প্রত্যাশা নিয়ে গত বছর ফুটবল মরসুম শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পূর্বে দলের অভূতপূর্ব পারফরম্যান্সের কথা মাথায় রেখেই নিজেদের দলকে নিয়ে অনেকটাই…

Mohammedan SC Club Supporters in ISL

বহু প্রত্যাশা নিয়ে গত বছর ফুটবল মরসুম শুরু করেছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পূর্বে দলের অভূতপূর্ব পারফরম্যান্সের কথা মাথায় রেখেই নিজেদের দলকে নিয়ে অনেকটাই আশাবাদী ছিলেন সমর্থকরা। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি ময়দানের এই প্রধানের পক্ষে। কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League) থেকে শুরু করে দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএল হোক কিম্বা কলিঙ্গ সুপার কাপ। প্রত্যেক ক্ষেত্রে নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকলেও কাজের কাজ তেমন কিছুই হয়নি। সবেতেই মিলেছে একরাশ হতাশা। যা ভালোভাবে নেয়নি সমর্থকরা।

ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে হতাশাজনক পারফরম্যান্সের পর ইন্ডিয়ান সুপার লিগে যথেষ্ট নজরকাড়া পারফরম্যান্স সামনে রেখে সকলকে চমকে দিয়েছিল রেড রোডে এই ফুটবল ক্লাব। যারফলে জুনিয়র দলের তুলনায় সিনিয়র দলকে নিয়ে সাফল্যের স্বাদ পেতে মরিয়া ছিল সকলে। কিন্তু বেশিদিন বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। সময় এগোনোর সাথে সাথেই ছন্দ হারাতে শুরু করে সাদা-কালো ব্রিগেড। স্বাভাবিকভাবে পয়েন্ট টেবিলের অনেকটাই পিছনে চলে গিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধান। পরবর্তীতে দ্বিতীয় লেগে দল ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর থাকলেও কাজের কাজ কিছুই হয়নি।

   

শেষ পর্যন্ত পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে থেকেই শেষ করতে হয়েছে আইএসএল। এই ধাক্কা কাটিয়ে আগত ফুটবল সিজনে ঘুরে দাঁড়াতে মরিয়া রেড রোডের এই ফুটবল ক্লাব। বিগত কয়েক সপ্তাহ ধরেই তাঁদের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও গত মঙ্গলবার লগ্নিকারীদের সঙ্গে বৈঠকের পর নাকি অনেকটাই কেটে গিয়েছে সেই জট। কিন্তু কবে থেকে কলকাতা লিগের প্রস্তুতিতে নামছে ব্ল্যাক প্যান্থার্সরা? সেই নিয়েই এবার উঠে আসলো নয়া তথ্য। যতদূর খবর, বুধবার থেকেই হয়তো কলকাতা লিগের প্রস্তুতি শুরু করছে মহামেডান। এক্ষেত্রে মেহেরাজুদ্দিন ওয়াডুর হাতেই থাকতে চলেছে দলের দায়িত্ব।

Advertisements

তবে প্রথম কয়েকদিন তাঁর ডেপুটি দলের দায়িত্ব পালন করলেও সময় মতো দলের দায়িত্ব সামাল দেবেন এই কোচ। আগামী ২৫শে জুন থেকে শুরু হতে চলেছে এবারের কলকাতা ফুটবল লিগের নয়া মরসুম। সেইমতো অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ময়দানের অন্যান্য দল গুলি। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করবে পড়শী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট।