S*x Racket: মধুচক্রে গ্রেফতার বলিউড অভিনেত্রী

আরও এক মধুচক্রে নাম উঠে এল বলিউডের (bollywood)। বড় মাপের মধুচক্রের পর্দা ফাঁস করল গোয়া পুলিশ। পুলিশের এক আধিকারিক জানান, অনেকদিন ধরেই এই চক্রের পিছনে…

bollywood actress arrested in all sex racket

আরও এক মধুচক্রে নাম উঠে এল বলিউডের (bollywood)। বড় মাপের মধুচক্রের পর্দা ফাঁস করল গোয়া পুলিশ। পুলিশের এক আধিকারিক জানান, অনেকদিন ধরেই এই চক্রের পিছনে পরে ছিলেন তারা। আজ গোপন সূত্র মারফত খবর আসে, হাফিজ সইদ বিলাল নামে এক ২৬ বছরের যুবক মধুচক্রের সঙ্গে জড়িত।

এর পরেই পুলিশের তরফে এক জন খদ্দের সেজে অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করেন। সেই অভিযুক্ত ৫০ হাজার টাকার বিনিময়ে সাংগোলদার একটি অভিজাত হোটেলে তিন জন মহিলাকে পাঠিয়ে দিতে রাজি হন। এর পর সেই হোটেল থেকেই চক্রেরর মাথাকে হাতেনাতে ধরা হয়। গ্রেফতার করা তিনজন মহিলার মধ্যে একজন টেলিভিশন অভিনেত্রী। বিভিন্ন টেলিভিশন শোয়েও নাকি দেখা গিয়েছে তাঁকে।

Advertisements
   

অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি গোয়ার পানাজিতে এই মধুচক্রটি চালাচ্ছিলেন। গ্রেফতার করা হয়েছে তাঁকেও। জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত জানিয়েছেন, গোয়ার পানাজিতে যাঁরা অভিজাত হোটেলে থাকেন, তাঁদের কাছে এই মহিলাদের পাঠানো হয়।