‘সরকার রাজ’! বাইকে “বোল দেনা পাল সাহেব আয়ে থে” লিখে শহরে দাপাচ্ছে যুবকদল

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর ফের উঠল প্রশ্নচিহ্ন। দু’দিন আগে উত্তরপ্রদেশের মুরাদগঞ্জ থানার পুলিশ কর্মী অবনীশ কুমার রাস্তায় যানবাহন পরীক্ষা করছিলেন। এ সময় হঠাৎই…

'সরকার রাজ'! বাইকে "বোল দেনা পাল সাহেব আয়ে থে'' লিখে শহরে দাপাচ্ছে যুবকদল

বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর ফের উঠল প্রশ্নচিহ্ন। দু’দিন আগে উত্তরপ্রদেশের মুরাদগঞ্জ থানার পুলিশ কর্মী অবনীশ কুমার রাস্তায় যানবাহন পরীক্ষা করছিলেন। এ সময় হঠাৎই তিন যুবক হেলমেট ছাড়া বাইক চেপে আসে। বাইকের তীব্র আওয়াজে কান পাতা দায়। তবে এখানেই শেষ নয়, ওই বাইকে ছিল আরও চমক। বাইকের নম্বর প্লেটের লেখা ছিল, “বোল দেনা পাল সাহেব আয়ে থে”। যার বাংলা তর্জমা হল, “বলে দিও পাল সাহেব এসেছিল”।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আউরিয়া জেলায়। তবে পুলিশ ওই তিন যুবককে গ্রেফতার করেছে। ওই পুলিশকর্মী অবনীশ কুমার জানিয়েছেন, যুবকেরা যে বাইকে চেপে এসেছিল তার সাইলেন্সার পাইপ খোলা ছিল। পরিবর্তে ওই বাইকে ট্রাক্টরের সাইলেন্সার পাইপ লাগানো ছিল। সে কারণেই বিকট শব্দ হচ্ছিল। যা পথচলতি মানুষকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলে। ওই তিন যুবকের স্পর্ধা দেখে পুলিশকর্মীরাও অবাক হয়ে যান। যথারীতি এই ঘটনা সামনে আসতেই বিরোধীরা যোগী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছে।

Advertisements
   

ওই তিন যুবক পাল সাহেব বলতে কাকে বোঝাচ্ছেন, কেন পাল সাহেব এসেছিলেন, তিনি কাদের সঙ্গে দেখা করবেন তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। জেলা পুলিশ সুপার অভিষেক শর্মা নিজেও ওই তিন যুবকের কীর্তির কথা স্বীকার করে নিয়েছেন। তবে ওই তিন যুবকের দাবি, তারা নিতান্তই মজা করতে এই কাজ করেছে। যদিও পুলিশ সেকথায় ভরসা রাখেনি। আপাতত ওই তিন যুবক ঠাঁই হয়েছে শ্রীঘরে।