সেরার শিরোপা (ISL) হাতছাড়া করার পরেও ইতিবাচক মনোভাব বজায় রাখতে চাইছেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) কোচ হুয়ান ফেরান্দো (Juan Fernando)। তিনি বলেছেন, “দলের জন্য আমি খুবই খুশি।”
সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল হুয়ান ফেরান্দকে। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল – দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে কী বলবেন? এটিকে মোহন বাগানের কোচ জানিয়েছিলেন, “আমি খুবই হতাশ ও বিধ্বস্ত। আগে আমরা লিগের শীর্ষস্থানটা হারিয়েছি, এ বার সেমিফাইনালেও হারলাম। ফল নিয়ে একেবারেই খুশি নই। তবে দলের জন্য আমি খুবই খুশি।”
এই পরিস্থিতির মধ্যেও হুয়ান ইতিবাচক মনোভাব কীভাবে বজায় রাখছেন সে ব্যাপারেও প্রশ্ন উঠতে পারত। তার আগেই অবশ্য তিনি তাঁর মন্তব্যের স্বপক্ষে যুক্তি দেখিয়েছেন। “কারণ, খুব কঠিন সময়ে আমাদের দলের ছেলেরা প্রচুর পরিশ্রম করেছে। কোয়ারান্টাইন, কোচ ও স্টাইলল বদল, সব কিছুর সঙ্গে ওরা মানিয়ে নিয়ে সেরাটা দিয়েছে। ওদের জন্য আমি খুবই খুশি।”
তবে হুয়ান যে হতাশ তা বুঝিয়ে দিয়েছেন । এবং মাস তিনকের পরিশ্রমের পর তাঁর অনুভূতি প্রসঙ্গেও অকপট। “এই দলটার সঙ্গে কাজ করতে পারাটা আমার কাছে দারুন একটা অভিজ্ঞতা। মাত্র তিন মাস করেছি ওদের সঙ্গে। কিন্তু সব শেষে অনুভূতিটা মোটেই ভাল না।”