এ যেন নায়ক সিনেমার শিবাজি রাওয়ের কথা৷ রাজ্যবাসী তাদের অভাব-অভিযোগ সরাসরি একদিনের মুখ্যমন্ত্রী অনিল কাপুরকে জানাতে পেরেছিলেন৷ সেই নায়কের পথের হাঁটলেন পাঞ্জাব রাজ্যের প্রথম আম আদমি (AAP) মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann)৷ নিজের মোবাইল নম্বরকে দুর্নীতি দমনের হেল্প লাইন করলেন।
মুখ্যমন্ত্রী হবার পর বৃহস্পতিবার ভগবন্ত মান ঘোষণা করলেন তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বরই হবে হেল্পলাইন নম্বর। কেউ দুর্নীতির অভিযোগ জানাতে গেলে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারবেন। আগামী ২৩ মার্চ শহিদ ভগৎ সিংয়ের জন্মদিন। ওই দিন থেকেই এই হেল্পলাইন নম্বর চালু হবে বলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
এদিন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ট্যুইট করে বলেন, কোনও সরকারি আধিকারিক বা কর্মী যদি ঘুষ চান তবে আমার ব্যক্তিগত নম্বরে অডিও বা ভিডিও করে পাঠিয়ে দিন। আমি কোনও সরকারি কর্মীকে হুমকি দিচ্ছি না। কারণ সরকারি কর্মীদের ৯৯ শতাংশই সৎ। কিন্তু এক শতাংশ সরকারি কর্মী চূড়ান্ত অসৎ। তাঁদের জন্যই পুরো প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। একমাত্র আপ-ই পারে এই দুর্নীতিকে ঝেঁটিয়ে বিদেয় করতে।
নির্বাচনী প্রচারে আপ প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় এলে তারা দুর্নীতি দূর করবে। শপথ নেওয়ার পর বৃহস্পতিবার পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মান। সেখানেই মুখ্যমন্ত্রী দুর্নীতিমুক্ত প্রশাসন গড়া ও সরকারি কর্মীরা যাতে সাধারণ মানুষের সমস্যাকে আরও গুরুত্ব দেন সে বিষয়ে জোর দেন।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর স্পষ্ট জানিয়ে দেন, তাঁর সরকারে দুর্নীতিপরায়ণ অফিসারদের কোনও জায়গা হবে না। যদি কোন সরকারি কর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তবে তিনি তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন।