Sports News: ফাইনালে নামার আগেই বাঙালি তারকার নিশ্চিত সোনার পদক

Sports News: এশিয়া কাপে চমক দেখাল বাংলাদেশ। ফাইনালে একই দেশের দুইজন ফাইনালে। থাইল্যান্ডের ফুকেটে শুরু হয়েছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট, চলবে ১৯ মার্চ অবধি।…

Sports News: ফাইনালে নামার আগেই বাঙালি তারকার নিশ্চিত সোনার পদক

Sports News: এশিয়া কাপে চমক দেখাল বাংলাদেশ। ফাইনালে একই দেশের দুইজন ফাইনালে। থাইল্যান্ডের ফুকেটে শুরু হয়েছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্ট, চলবে ১৯ মার্চ অবধি। এশিয়ার ১২ দেশের আর্চার এই টুর্নামেন্টে খেলছেন।  

Advertisements

এরই মাঝে এই টুর্নামেন্টে চমক দেখালেন বাংলাদেশের দুই প্রতিভাবান তীরন্দাজ দিয়া সিদ্দিকী ও নাসরিন আখতার। ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং আর্চারির স্টেজ ওয়ানের মেয়েদের রিকার্ভ এককের ফাইনালে উঠেছেন তাঁরা। কোয়ার্টার ও সেমিফাইনালে ভারতের দুই প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন তিনি।

   

দিয়ার পয়েন্ট ছিল ৬-৪, ৭-৩। অন্যদিকে কোয়ার্টার-ফাইনালে ভারতের হেমব্রম লক্ষ্ণীর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৫ সেট পয়েন্টে জয় নিশ্চিত করেন নাসরিন। সেমিফাইনালে মালয়েশিয়ার ফোজি নুরের বিপক্ষে ৬-৫ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেন তিনি।

Advertisements

সেইসঙ্গে সুলতানা ফাহমিদা নিশাকে ৬-২ সেট পয়েন্টে হারানোর পর কোয়ার্টার ফাইনালে ভারতের ঋধিকে ৬-৪ ব্যবধানে হারান দিয়া। জানা গিয়েছে, আগামী শনিবার সোনার লড়াইয়ে নামবেন তাঁরা।