মোটোরোলা (Motorola) ধারাবাহিকভাবে তাদের Edge সিরিজে একের পর এক নতুন স্মার্টফোন আনছে। সম্প্রতি কোম্পানি Edge 60 সিরিজের নতুন ফোন বাজারে এনেছে। এবার প্রস্তুতি চলছে Motorola Edge 2025 লঞ্চের। যদিও এই ফোনের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ এখনও প্রকাশ পায়নি, তবে জনপ্রিয় টিপস্টার Evan Blass (@evleaks) এর শেয়ার করা রেন্ডার ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
Motorola Edge 2025-এ থাকছে সেন্টার পাঞ্চ-হোল সহ কার্ভড ডিসপ্লে
লিক হওয়া রেন্ডার থেকে বোঝা যাচ্ছে, Motorola Edge 2025 দেখতে অনেকটাই 2024 মডেলের মতো হবে। ফোনে থাকবে কার্ভড ডিসপ্লে, যার মধ্যে সেন্টার পাঞ্চ-হোল কাটআউট থাকবে সেলফি ক্যামেরার জন্য। ফোনটির ডান দিকে থাকছে পাওয়ার ও ভলিউম বাটন এবং বাঁ দিকে একটি অতিরিক্ত কুইক অ্যাকসেস বাটন, যা ব্যবহারকারী নির্দিষ্ট অ্যাপ বা ফিচার চালু করার শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবেন।
WhatsApp-এর ওয়েব ভার্সন এখন আরও চমকপ্রদ! আসছে নতুন ‘চ্যাট মিডিয়া হাব’ ফিচার
ক্যামেরা ডিজাইনে এসেছে বদল
Edge 2025 ফোনে দেখা যাবে নতুন ক্যামেরা সেটআপ। টিপস্টারের তথ্য অনুযায়ী, এতে থাকবে ডুয়েল রিয়ার ক্যামেরা ও রিডিজাইন্ড এলইডি ফ্ল্যাশ। আগের মডেলের তুলনায় এর ব্যাক প্যানেলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ফোনটির ব্যাক প্যানেল হবে ফক্স লেদারের তৈরি, যা প্রিমিয়াম লুক প্রদান করবে। রেন্ডারে দেখা গেছে ফোনটি সবুজ রঙের (Pantone Green), তবে অন্য কোন রঙে ফোনটি আসবে তা এখনও জানা যায়নি।
আশা করা হচ্ছে, Edge 2025 ফোনে থাকবে হাই রিফ্রেশ রেট যুক্ত OLED ডিসপ্লে, যা ব্যবহারকারীদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা আরও উন্নত করবে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বায়োমেট্রিক নিরাপত্তার জন্য। ফোনটিতে থাকতে পারে 5000mAh ব্যাটারি, যা 68W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এর পাশাপাশি থাকবে 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টও। ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য ফোনটিকে IP68 রেটিং দেওয়া হতে পারে।
লঞ্চ প্রাইসের অর্ধেকেরও কম দামে মিলছে Google Pixel 7, 50MP ক্যামেরা সহ OLED ডিসপ্লে
চালিত হবে অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেমে
ফোনটি সর্বশেষ Android 15 অপারেটিং সিস্টেমে চলবে। যদিও এখনও অফিসিয়াল স্পেসিফিকেশন এবং লঞ্চ ডেট প্রকাশ হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই ফোনটি বাজারে আসবে। প্রসঙ্গত, Motorola Edge 2025 তার কার্ভড ডিসপ্লে, উন্নত ক্যামেরা সেটআপ, OLED স্ক্রিন ও দ্রুত চার্জিং সুবিধার মাধ্যমে মিড-প্রিমিয়াম সেগমেন্টে গ্রাহকদের আকর্ষণ করতে পারে। ডিজাইন ও ফিচারে এটি হতে চলেছে Motorola-র আরও একটি আকর্ষণীয় স্মার্টফোন, যার আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা।