বিরাট চমক! এবার ওয়েস্ট হ্যামের জার্সিতে খেলবেন রাহুল কেপি

ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত একটি নাম রাহুল কেপি (Rahul KP)। একটা সময় ইন্ডিয়ান অ্যারোজের হয়ে পেশাদার ফুটবলে সকলের নজরে এসেছিলেন কেরালার এই ফুটবলার। পরবর্তীতে সময়…

Indian Footballer Rahul KP Joins Premier League Club West Ham United

ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত একটি নাম রাহুল কেপি (Rahul KP)। একটা সময় ইন্ডিয়ান অ্যারোজের হয়ে পেশাদার ফুটবলে সকলের নজরে এসেছিলেন কেরালার এই ফুটবলার। পরবর্তীতে সময় যত এগিয়েছে তার পারফরম্যান্স সহজেই মন জয় করেছিল দেশের ফুটবলপ্রেমী মানুষদের। যারফলে গত ২০১৯ সালে ইন্ডিয়ান অ্যারোজ থেকে তাঁকে দলে টেনে নেয় দেশের প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব কেরালা ব্লাস্টার্স। সেই দলের জার্সিতে যখনই সুযোগ পেয়েছেন মেলে ধরার চেষ্টা করেছেন নিজেকে। এমনকি এবারের এই ইন্ডিয়ান সুপার লিগে ও দক্ষিণের এই ফুটবল দলের হয়ে তাঁর সক্রিয়তা যথেষ্ট চাপে ফেলে দিয়েছিল সকলকে।

তবে পরবর্তীতে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে তাঁকে কেরালা ব্লাস্টার্স থেকে তাঁকে দলে টেনে নেয় সার্জিও লোবেরার ওডিশা এফসি। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। নতুন বছরের শুরুতেই এই উইঙ্গার দলে আসতেই যথেষ্ট শক্তিশালী হয়ে উঠেছিল ওডিশা এফসির আক্রমণভাগ। এরপর আইএসএলের এই দলের হয়ে খেলেছিলেন ১৯ টি ম্যাচ। যার মধ্যে ২টি গোলের পাশাপাশি ১টি অ্যাসিস্ট ছিল জাতীয় দলের এই ফুটবলারের। এবারের কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচেই দল ছিটকে গেলেও তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে নজর কেড়েছিল সকলের।

   

তবে মরসুম শেষ হতেই তাঁকে নিয়ে আগ্ৰহ দেখাতে শুরু করেছিল একাধিক ফুটবল ক্লাব। কিন্তু আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে ওডিশা এফসির চুক্তি থাকায় দল ছাড়ার সম্ভবনা ছিল অনেকটাই কম। কিন্তু এবার সামনে আসলো নয়া চমক। দেশের গন্ডি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে নিজেকে মেলে ধরার সুবর্ণ সুযোগ পেলেন দক্ষিণের এই ফুটবলার। হ্যাঁ ঠিকই শুনেছেন। এবার ইংল্যান্ডের প্রথম ডিভিশন লিগ তথা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সঙ্গে যুক্ত হলেন রাহুল কেপি।

Advertisements

শুক্রবার সন্ধ্যায় নিজেদের সোশ্যাল সাইট থেকে সেই কথা জানিয়ে দেয় এই ব্রিটিশ ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে খুশি করেছে দেশের সকল ফুটবলপ্রেমীদের। সেই অনুযায়ী এবার দি সকার টুর্নামেন্টে ওয়েস্ট হ্যামের হয়ে প্রতিনিধিত্ব করবেন এই ভারতীয় তারকা।