Bangladesh Interim Government Stability
ঢাকা: বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ ইউনূস। তিনি পদত্যাগ করছেন না।
ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রকৌশলী ও প্রযুক্তিবিদ ফয়েজ আহমদ তৈয়্যব। শুক্রবার (২৩মে) নিজের ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক পোস্টে এই কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না
ফয়েজ আহমদ তৈয়্যব লিখেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রাঞ্জিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। তিনি লিখেন, বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে- এ ব্যাপারে কোনো দ্বিমত থাকতে পারে না। আমাদেরকে দেখাতে হবে যে, গণঅভ্যুত্থান পরবর্তীতে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে প্রফেসর সাফল্য দেখিয়েছেন।
তবে বাংলাদেশ সরগরম। বাংলাদেশের সেনা জারি করেছে সতর্কবার্তা। সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিতে লেখা হয় ‘সচেতনতামূলক বিজ্ঞপ্তি’ শিরোনামে ওই পোস্টে বলা হয়, ‘সম্প্রতি, একটি স্বার্থান্বেষী মহল বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যার মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পাশাপাশি সশস্ত্র বাহিনী ও জনগণের মধ্যে বিভেদ তৈরির অপচেষ্টা চলছে।’
সেনাবাহিনী রাজনীতিতে নাক গলাতে পারবে না Bangladesh Interim Government Stability
ইউনূসের বিশেষ সহকারী লিখেছেন, সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি। তবে সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে। সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি, ইনক্লুসিভনেসের নাম করে আওয়ামী লীগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা- সেটা কেউ ভঙ্গ করবে না।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানান দেশটিতে গতবছর গণবিদ্রোহের পর নতুন গঠিত দলটির নেতা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন। এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন। সবাই তার সঙ্গে আশা করি কো-অপারেট করবেন।’
গতবছর গণবিদ্রোহে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ দলটি কোণঠাসা। হাসিনা ভারতে আশ্রিত। সম্প্রতি তার দল নিষিদ্ধ তালিকায় গেছে। ইউনূস পদত্যাগ করছেন বিতর্কে আওয়ামী লীগের তরফে হঠাৎ তৎপরতা শুরু হয়েছিল সামাজিক মাধ্যমে। তবে তিনি পদত্যাগ না করায় ফের হতাশ আওয়ামী লীগ।
অন্যদিকে আরও দুই পূর্বতন শাসকদল বিএনপি এবং জাতীয় পার্টি চেয়েছে দ্রুত নির্বাচন। জামাত ইসলামির একই দাবি।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, পড়ুয়াদের দল এনসিপি ও অন্যান্য দলগুলিও দ্রুত নির্বাচনের পক্ষে।
Bangladesh: Dr. Muhammad Yunus confirms he will not resign as Bangladesh’s interim chief advisor, emphasizing his role in the nation’s democratic transition. His special assistant states the cabinet needs to be more functional. Meanwhile, the Bangladesh Army issues a warning against fake press releases, cautioning the public against misinformation.