ভারতের মাটিতে আবারও পাকিস্তানি হাই কমিশনের (India-Pakistan) এক আধিকারিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠল। কেন্দ্র সরকার কড়া পদক্ষেপ নিয়ে ওই আধিকারিককে(India-Pakistan) ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্ত জানিয়ে(India-Pakistan) ইতিমধ্যেই পাকিস্তান হাই কমিশনকে একটি কড়া(India-Pakistan) নোটিস পাঠিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।
জানা গিয়েছে, পাকিস্তানি হাই কমিশনের(India-Pakistan) ওই আধিকারিক তাঁর(India-Pakistan) কূটনৈতিক পদের সীমা লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে সন্দেহজনক কার্যকলাপ চালাচ্ছিলেন। ভিসা সংক্রান্ত দায়িত্বের আড়ালে গুপ্তচরবৃত্তির (India-Pakistan) কাজে যুক্ত ছিলেন বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ভারতীয় (India-Pakistan) গোয়েন্দা সংস্থার নজরে আসে বিষয়টি। তারপরই ভারত সরকার তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট বার্তায় জানানো হয়েছে, ভারতে অবস্থানকারী (India-Pakistan) কোনও পাকিস্তানি কূটনীতিক যেন তাঁদের কূটনৈতিক অধিকার বা সুবিধার অপব্যবহার না করেন, এই বিষয়টি নিশ্চিত করা পাকিস্তান সরকারের দায়িত্ব। এ ধরনের আচরণ ভারত একেবারেই বরদাস্ত করবে না বলেও জানানো হয়েছে।
এই ঘটনা নতুন নয়। এর আগে চলতি (India-Pakistan) বছরের ১৩ মে-ও এক পাক কূটনীতিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল। তাঁর বিরুদ্ধেও একই অভিযোগ ছিল—গোপনে তথ্য সংগ্রহ এবং তা পাকিস্তানে পাচারের চেষ্টা। দুই ঘটনার মধ্যে মিল দেখে মনে করা হচ্ছে, পাকিস্তানি হাই কমিশনের ভেতরে (India-Pakistan) গুপ্তচরচক্র সক্রিয়ভাবে কাজ করছে। ভারতের নিরাপত্তার স্বার্থেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বিতাড়িত এই আধিকারিক দীর্ঘদিন ধরে ভারতের বিভিন্ন দপ্তর ও সংস্থার গতিবিধির ওপর নজর রাখছিলেন। ভিসা পরিষেবার নাম করে বিভিন্ন ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ তৈরি করে সেনা সংক্রান্ত তথ্য জোগাড় করার চেষ্টা করেন তিনি। বিষয়টি জানতে পেরে কেন্দ্র কঠোর অবস্থান নেয়।
এই বিতাড়নের পাল্টা প্রতিক্রিয়ায় ইসলামাবাদও (India-Pakistan) একই পদক্ষেপ গ্রহণ করেছে। ভারতীয় হাই কমিশনের একজন আধিকারিককে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে তাঁকে পাকিস্তান ছাড়ার(India-Pakistan) নির্দেশ দিয়েছে পাক প্রশাসন। কূটনৈতিক মহলে এই ঘটনাকে প্রতিশোধমূলক এবং প্রতিক্রিয়াশীল পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। যদিও ভারত সরকার এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।
উল্লেখ্য, কূটনৈতিক জগতে ‘পারসোনা নন গ্রাটা’ (Persona Non Grata) শব্দবন্ধটি সেই আধিকারিকদের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, যাঁদের কোনও দেশ তার ভূখণ্ডে আর রাখতে চায় না। (India-Pakistan) সাধারণত এই ধরনের পদক্ষেপ কূটনৈতিক শালীনতার সীমা লঙ্ঘনের পরই নেওয়া হয়। একবার কোনও কূটনীতিককে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করা হলে, তাঁকে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশ ছাড়তে হয়।
বিশেষজ্ঞদের মতে, এই ধরণের গুপ্তচরবৃত্তির ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম উত্তেজনা তৈরি করতে পারে। ইতিমধ্যেই ভারত-পাকিস্তান সম্পর্ক অনেকটাই উত্তপ্ত হয়ে রয়েছে পহেলগাঁও হামলার পরবর্তী পরিস্থিতিতে। এই অবস্থায় গুপ্তচরবৃত্তি নিয়ে একের পর এক বিতাড়নের ঘটনা (India-Pakistan) পরিস্থিতিকে আরও(India-Pakistan) জটিল করে তুলতে পারে।
সর্বোপরি, ভারতের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, দেশের নিরাপত্তা (India-Pakistan) নিয়ে কোনওরকম আপস করা হবে না। কূটনৈতিক ছত্রছায়ায় গুপ্তচরবৃত্তির(India-Pakistan) চেষ্টা হলে তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের পদক্ষেপ কেবল প্রতিক্রিয়া নয়, বরং একটি স্পষ্ট বার্তা—ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনও অপচেষ্টা বরদাস্ত করা হবে না।